গুরুতর আহত হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেত্রী ভাগ্যশ্রী। পিকলবল খেলতে গিয়ে কপালে আঘাত পেয়েছেন ৫৬ বছরের এই অভিনেত্রী। তার কপালে ১৩টি সেলাই পড়েছে। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভাগ্যশ্রীর একাধিক ছবি। একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় চোখ বুজে শুয়ে আছেন ভাগ্যশ্রী। চিকিৎসক তার কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন। আরেকটি ছবিতে ভাগ্যশ্রীর কপালে ব্যান্ডেজ লাগানো দেখা যায়। প্রিয় অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
আশির দশকের শেষ লগ্নে বলিউডে পা রাখেন ভাগ্যশ্রী। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেন। ওই সময়ে নতুন জুটি হলেও দর্শকদের মন কাড়েন তারা। অভিষেক চলচ্চিত্র বদলে দেয় ভাগ্যশ্রীর ভাগ্য। এরপর বেশ কিছু সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে।
আরো পড়ুন:
১৯৪ কোটি বাজেটের সিনেমার আয় ১ হাজার ৩ কোটি টাকা
বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না: অভিষেক
ক্যারিয়ারের শুরুতেই সংসারী হন ভাগ্যশ্রী। তারপরও কাজে বেশ নিয়মিত ছিলেন। এক পর্যায়ে রুপালি জগতে অনিয়মিত হয়ে পড়েন। এখনো টুকটাক চলচ্চিত্রে কাজ করছেন। কিন্তু অতটা সরব নন।
বয়স ৫৬ হলেও এখনো তার ছাপ পড়েনি ভাগ্যশ্রীর শরীরে। ২০২৩ সালে চারটি সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সজিনি সিন্ধে কা ভাইরাল ভিডিও’। এটি পরিচালনা করেন মিখিল মুসালে। এরপর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
বেঞ্চে বসে থাকতে থাকতেই শেষ হয়ে গেল ফিলিপসের আইপিএল
গ্লেন ফিলিপস আইপিএলে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ২১ মে। এরপর ২০২৪ সালে পুরো একটি আইপিএল মৌসুম বেঞ্চেই বসে থাকতে হয়েছে তাঁকে। সেবার ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। এবার গুজরাট টাইটানসে নাম লেখানোর পরও একই দশা। গুজরাট ৫টি ম্যাচ খেলে ফেললেও একাদশে সুযোগ হয়নি ফিলিপসের। ভাগ্যের কী নির্মম পরিহাস, মাঠের বাইরে থাকতে থাকেই এবার আইপিএল শেষ হয়ে গেল নিউজিল্যান্ড তারকার।
আরও পড়ুনপিএসএলে না খেলেই ফিরে আসছেন লিটন৬ ঘণ্টা আগেঅর্থাৎ টানা দুই মৌসুম আইপিএলে যোগ দিয়েও খেলার সুযোগ হলো না একটি ম্যাচও! ফিলিপসের মতো ‘গেম চেঞ্জার’–এর জন্য এ যে ক্রিকেটীয় নির্মম রসিকতা!
৬ এপ্রিল সানরাইজার্সের বিপক্ষে গুজরাটের ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন ফিলিপস। বদলি নামেন পঞ্চম ওভারের শেষে, আর ষষ্ঠ ওভারের চতুর্থ বলেই ফিল্ডিংয়ে বল ধরতে গিয়ে কুঁচকিতে চোট পান ফিলিপস। উইকেটকিপারের কাছে থ্রো করেই কুঁচকিতে হাত দিয়ে বসে পড়েন। ওই সময় তাঁর মুখটা ব্যথায় কুঁচকে যেতে দেখা যায়। এরপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। গুজরাট টাইটানসের বিবৃতিতে জানানো হয়েছে, ওই চোটের কারণেই দেশে ফিরে গেছেন ফিলিপস।
সানরাইজার্সের বিপক্ষে চোট পাওয়াই কাল হলো ফিলিপসের