আগামীকাল শনিবার (১৫ মার্চ) দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫।  সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৩৩ হাজার ৯৮২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র ধরা হয়েছে।

এরমধ্যে ৬-১১ মাস বয়ষী ২৪ হাজার ১৬৭ জন ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৮১৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। না

সিক এলাকায় ৩৪০টি কেন্দ্রে কেন্দ্রে ২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানা গেছে।   

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা.

নাফিয়া ইসলাম বলেন, যেসব শিশুরা শনিবার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালিন টিকা খেতে পারবে না তারা পরবর্তী সাত কার্য দিবসের মধ্যে ইপিআই টিকা দান কেন্দ্রে শিশুকে টিকা খাওয়াতে পারবেন। 

তিনি আরও বলেন শিশুকে জন্মের ৬ (ছয়) মাস পর্যন্ত বুকের দুধ পান করাতে হবে এবং শিশুর বয়স ৬মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হইবে। 

এ সময় তিনি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সফল করার জন্য গনমাধ্যম কর্মীদেরও সহযোগীতা কামনা করেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ভ ট ম ন এ প ল স ক য ম প ইন ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জের মাদক মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জের মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় মৃত মিনহাজ উদ্দিনের ছেলে মো. জিয়া বেপারি (৪৫) ও কুমিল্লার মুরাদনগরের নিয়ামতপুর এলাকার মো. মুন্না ওরফে আলাউদ্দিন (২৭)।

বুধবার (১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুজন আসামির মধ্যে মো. জিয়া বেপারি উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় মো. জিয়া বেপারি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৫৯ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা কুমিল্লার পথ ধরে সিদ্ধিরগঞ্জ যাচ্ছিলেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

 

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
  • নারায়ণগঞ্জ মহানগরী ১১নং ওয়ার্ড  জামায়াতের ইফতার মাহফিল
  • লবণের লাভ যেভাবে সিন্ডিকেটের পকেটে
  • সিদ্ধিরগঞ্জ থানা ২নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 
  • ১৪ হাজার কোটি টাকা লেনদেন: সেই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের আবেদন
  • ১৪ হাজার কোটি টাকার লেনদেন: সেই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের আবেদন
  • চাষাড়ায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন
  • না’গঞ্জের ৫ উপজেলায় ৩ লাখ ৪০ হাজার ৫০৬ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল
  • সিদ্ধিরগঞ্জের মাদক মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড