আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তাঁর স্ত্রী পারভীন চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া বিজিবির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলাম ও তাঁর স্ত্রী সোমা ইসলামের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এর বাইরে সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাদেক খান, তাঁর স্ত্রী ফেরদৌসী খান এবং তাঁদের ছেলে ফাহিম সাদেক খানের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.

জাকির হোসেন আজ বৃহস্পতিবার এসব আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, বিজিবির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলাম ও তাঁর স্ত্রী সোমা ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তাঁর স্ত্রী পারভীন চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে তারা। আদালত শুনানি নিয়ে এই চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

সাদেক খানের পরিবারের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংসদ সদস্য সাদেক খানের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে তাঁর স্ত্রীর ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তাঁদের ছেলে ফাহিম সাদেকের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, সাদেক খানের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলোয় ৪৬৬ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ১৯০ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি সাদেক খান ও তাঁর স্ত্রী ফেরদৌসী খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

এ ছাড়া ৭ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ৮ জানুয়ারি সাদেক খানের বিরুদ্ধে মামলা করে দুদক।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম সদস য

এছাড়াও পড়ুন:

বাজেটে সিগারেটের কর সংস্কারে রাজস্ব বাড়বে ২০ হাজার কোটি

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে দাম বাড়ানো হলে সরকারের রাজস্ব বাড়বে অন্তত ২০ হাজার কোটি টাকা। একই সঙ্গে তরুণ প্রজন্ম ধূমপানে নিরুৎসাহিত হবে। রাজস্ব বৃদ্ধি এবং জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় বাজেটে এ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

‘তামাক কর ও মূল্য পদক্ষেপ: বাজেট ২০২৫-২৬’–শিরোনামের এ কর্মশালার আয়োজন করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) ।  

রাজধানীর বাংলামোটরে বিআইপি কনফারেন্স রুমে বুধ ও বৃহস্পতিবার আয়োজিত দুই দিনের এ কর্মশালায় বক্তব্য রাখেন দৈনিক জনকন্ঠের সিটি এডিটর কাওসার রহমান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান, আত্মা’র কনভেনর লিটন হায়দার, কো-কনভেনর নাদিরা কিরণ ও মিজান চৌধুরী, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, মো. হাসান শাহরিয়ার প্রমুখ। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের ৫০ সাংবাদিক।

কর্মশালায় আয়োজকদের পক্ষে তামাকের কর কাঠামোয় বিভিন্ন দুর্বলতার কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলাদেশে তামাকপণ্য অত্যন্ত সস্তা এবং নিত্যপণ্যের তুলনায় এগুলো আরও সস্তা হয়ে পড়ছে। ফলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী এই ক্ষতিকর পণ্য ব্যবহারে বিশেষভাবে উৎসাহিত হচ্ছে। এ পরিস্থিতি এড়াতে বাজেট পদক্ষেপ হিসেবে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- নিম্ন স্তর এবং মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৯০ টাকা নির্ধারণ করা, প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৯০ টাকা নির্ধারণ করা, সিগারেটের খুচরা মূল্যের ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখা। এছাড়া ধোঁয়াবিহীন তামাক হিসেবে প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৫৫ টাকা এবং ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়। এসব পদক্ষেপ নেওয়া হলে ধূমপান হ্রাস পাওয়ার পাশাপাশি ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে।

সম্পর্কিত নিবন্ধ