৭ বছরের সাজা এড়াতে ২২ বছর আত্মগোপন, অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার
Published: 13th, March 2025 GMT
পটুয়াখালীতে ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি প্রায় ২২ বছর পলাতক ছিলেন। গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুরের গুদারাঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই ব্যক্তির নাম খলিলুর রহমান (৪৫), এলাকায় তিনি খলিল প্যাদা নামে পরিচিত। তিনি পটুয়াখালী সদর উপজেলার তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী র্যাব-৮–এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা।
র্যাব জানায়, ২০০৩ সালে একটি ডাকাতির ঘটনায় অভিযুক্ত হন খলিলুর। এ ঘটনায় মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। এরপর ২০০৮ সালের ১৮ নভেম্বরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত দণ্ডবিধি-৩৯৭ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। ওই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে তাঁর অনুপস্থিতিতে ২০০৯ সালের ১৮ মার্চ পটুয়াখালী জেলা জজ আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। আদালত থেকে পরোয়ানা জারির ১৬ বছর পর র্যাব-৮–এর অভিযানে গ্রেপ্তার হলেন খলিল।
র্যাব-৮ জানায়, আত্মগোপনে থাকা অবস্থায় খলিলুর পরিচয় লুকিয়ে রাজধানীর মিরপুর এলাকায় মুদিদোকান চালাচ্ছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পটুয়াখালীতে এনে তাঁকে আদালতে পাঠানো হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের (পাখি ভ্যান) চালকসহ দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৭০) ও ভ্যানের যাত্রী মোহাম্মদ জমা গ্রামের বাসিন্দা কৃষক সরোয়ার হোসেন (৭৫)।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (শুক্রবার) সকালে মোহাম্মদ জমা গ্রাম থেকে কৃষক সরোয়ার হোসেন ভ্যানে চড়ে পার্শ্ববর্তী সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন। ভ্যানটি নয়মাইল নামক স্থানে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ অভিমুখী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করে ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা/মামুন/টিপু