রংপুরের মিঠাপুকুরে বহুল আলোচিত ২১ ফেব্রয়ারি শহীদদের শ্রদ্ধা জানানোর ফুল কুড়াতে গিয়ে শিশুর ধর্ষণকারী সার্ভেয়ার রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে রংপুরে মিঠাপুকুর আমলি আদালতের-৩ বিচারক কৃষ্ণ কমলের আদালতে তিনি গোপনে আত্মসমর্পণ করেন। 

এর আগে গত বুধবার ধর্ষকের ভাই নুরুল আমিনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। 

প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধ জানাতে শহীদ মিনারে দেওয়ার জন্য ফুল সংগহ করতে পাশের বাড়িতে গিয়েছিল শিশুটি। ওই সময় বাড়িতে সার্ভেয়ার রুহুল আমিন একাই ছিলেন। তিনি শিশুটিকে কৌশলে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ফজরের নামাজের সময় মুসল্লিরা ঘটনাস্থলে আসলে তিনি পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তুলে নিতে ধর্ষকের পরিবার শিশুটির পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশের পক্ষ থেকে রুহুল আমিনকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার এড়াতে সে টাঙ্গাইলে আত্মগোপনে ছিল। পরে আজ ভোরে বাসযোগে রংপরে এসে পৌঁছান। জনরোষ থেকে বাঁচতে আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল আম ন

এছাড়াও পড়ুন:

আত্মসমর্পণের ইঙ্গিত দিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি

আদালতে আত্মসমর্পণ করার ইঙ্গিত দিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি নাজমুল ইসলাম। বুধবার রাত ১টার দিকে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাঁর পেজে দেওয়া একটি পোস্টে এই ইঙ্গিত দেন তিনি। তার এই পোস্টের পর অনেকেই নানা মন্তব্য করেছেন। 

পোস্টে নাজমুল ইসলাম লিখেছেন, ‌একজন রাজনৈতিক কর্মীর জন্য কারাগার দ্বিতীয় বাড়ির মতো। আমাদের যাদের ভবিষ্যতে দেশে রাজনীতি করার ইচ্ছা আছে আমাদের প্রত্যেককেই আত্মসমর্পণ করার প্রস্ততি নিতে হবে। আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রমাণিত হবে আমি, আমরা নির্দোষ নাকি অপরাধী? খুব শিগগিরই আমি এই কাজটি করব। কাপুরুষের মতো পালিয়ে থেকে বাঁচার চেয়ে কারাগারে বীরের মতো মৃত্যুবরণ করাটাই আমার কাছে সম্মানের।

এদিকে তাঁর এই পোস্টের পরপরই শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। কেউ বলছেন- এখন আত্মসমর্পণ করার সময় হয়নি। আত্মসমর্পণ করলে বিপদ অনিবার্য।  

হুমায়ুন এ জনি নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আর ভাল্লাগে না ভাই। রাজনীতির পাঠশালা কারাগারে থেকে নতুন করে শুরু করি।’

এম সরওয়ার জাহান মামুন লিখেছেন, সঠিক সিদ্ধান্ত। কারণ রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। 

স্বপন আহমদ নামে একজন লেখেন, হ্যাঁ! এটাই একজন রাজনীতিবিদের সঠিক সিদ্ধান্ত।

এস এ সাদিক নামেব একজন লেখেন, ‘ভাই জীবনেও ধরা দিও না। ভালা বুদ্ধি দেয়ার অন্য দেশে স্থায়ী বসবাসের চিন্তা কর। আপাতত জীবিত থাকলে পরে রাজনীতি। 

দিলসাদ আহমদ নামে একজন লেখেন, প্রকৃত রাজনৈতিক নেতার চিন্তা চেতনা এই রকমই থাকা প্রয়োজন। 

ফুয়াদ আল আমিন নামে একজন মন্তব্য করেন, ‘এই সাহস যদি করেন ভাই বিশ্বাস করেন বাংলাদেশের পটপরিবর্তনের আন্দোলনে নেতাকর্মীদের আলাদা একটি শক্তি সঞ্চালন করবে। আপনার সভাপতি হওয়াটা যেমন অবাক ইতিহাস, এমন আরেক ইতিহাস হয়ে থাকবেন।’

কামরান আহমদ নামে একজন মন্তব্য করেন, সাধারণ কর্মীরা কি চায় আপনাদের কাছে এটা আপনাদের জানতে হবে। কর্মীরা আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চায় না, ক্ষমতায় থাকাকালীন সময়েও চায়নি। এখনও সময় আছে আপনার কর্মীদের খোঁজখবর নেন। এদের সঙ্গে যোগাযোগ করুন। এরা রাজপথে থাকলেই আপনারা ফিরতে পারবেন। আওয়ামী লীগ খুব শিগগির রাজপথে ব্যাক করবে। আপনার আপনাদের মুখ তখন কীভাবে দেখাবেন একটু চিন্তা করুন.?’

জানা গেছে, ৫ আগস্টের পর নাজমুল ইসলামসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতা ভারতে চলে যান। বর্তমানে নাজমুল সৌদি আরবে অবস্থান করছেন। 

সম্পর্কিত নিবন্ধ

  • রংপুরে শিশু ধর্ষণ মামলার আসামির আত্মসমর্পণ, আদালত পাঠালেন কারাগারে
  • আত্মসমর্পণের ইঙ্গিত দিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি
  • শহীদদের শ্রদ্ধা জানানোর ফুল কুড়াতে শিশু ধর্ষণ: আত্মসমর্পণ করলেন সেই সার্ভেয়ার