ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় টুটুল আহমেদ (২৭) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালককে হত্যার পর ধান ক্ষেতে ফেলে দেওয়া হয় মরদেহ। এ ঘটনায় এলাকাবাসীর মধ‍্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত টুটুল আহমেদ গাজীপুর জেলার ভবানীপুর মনিপুর গ্রামের আইনুল আলীর ছেলে। বতর্মানে তিনি ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় শ্বশুরবাড়ীতে বসবাস করছিলেন। দাম্পত্য জীবনে টুটুল দেড় বছর বয়সী একটি ছেলে সন্তানের জনক। 

নিহতের শশুরবাড়ির স্বজনরা জানান, গতরাতে ইফতারের পর বাজারে যাবার কথা বলে টুটুল বাড়ি থেকে তার অটোরিকশাটি নিয়ে বেরিয়ে যায়। এরপর সে আর রাতে বাড়ি ফিরে আসেনি। সকালে জানতে পারেন টুটুল খুন হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো.

সাইফুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে চালককে খুন করে মিশুক অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। তবে ঘটনার তদন্তে প্রকৃত কারণ জানা যাবে।”

ঢাকা/মিলন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে আন্দোলন শুরু করেন তারা। এর কিছু সময় পরে মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) শিশুসন্তান অসুস্থ। তার চিকিৎসার জন্য গতকাল রাত ৯টার দিকে কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু, তিনি ছুটি পাননি। তার পরিচয়পত্র রেখে বাড়ি যেতে বলা হয়। বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় আসার সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সহকর্মী নিহতের প্রতিবাদে ওই কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

বিস্তারিত আসছে...

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ত্রিশালে একের পর এক শ্রমিক অসুস্থের ঘটনায় কারখানায় ছুটি ঘোষণা, তদন্ত কমিটি
  • ময়মনসিংহে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
  • প্যারোলে মুক্তি পেলেও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা
  • ময়মনসিংহে নারী নির্যাতন প্রতিরোধের মিছিলে হামলা
  • ময়মনসিংহে বাম জোটের মিছিলে বৈষম্যবিরোধীদের হামলার অভিযোগ, দুজন আহত
  • গাজীপুরে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
  • গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  • সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ