বান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং সম্প্রদায়ের ১৭ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক কিশোরী ধর্ষণের মামলায় মো. জামাল হোসেন (২৬) নামে এক শ্রমিককে গ্রেপ্তার করেছে রোয়াংছড়ি থানার পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) রোয়াংছড়ি থানায় ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে মো. জামাল হোসেনের নামে মামলা দায়ের করেন।

অভিযুক্ত মো. জামাল হোসেন পটুয়াখালী জেলার মৃত নজরুল ইসলামের ছেলে। জামাল হোসেন দীর্ঘদিন ধরে বান্দরবান আর্মি পাড়ায় বসবাস করে আসছেন। তিনি রোয়াংছড়ি-রুমা সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। 

মামলার এজাহারে সূত্রে জানা যায়, রোয়াংছড়ি সদর ইউপির ৬নং ওয়ার্ডের খামতাং পাড়ার মানসিক ভারসাম্যহীন কিশোরী সবসময় পাড়ার আশেপাশে ঘোরাঘুরি করে। গত সোমবার (১০) মার্চ সন্ধ্যায় সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক মো.

জামাল হোসেন পাড়ার সাকিনের শ্বশান ঘাটের সামনে এলাকায় একা পেয়ে মেয়েটিকে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। 

এ ঘটনা পাড়ায় জানাজানি হলে অভিযুক্ত জামাল হোসেনকে রাতভর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার সকালে রাস্তার কাজে নিয়জিত অন্য শ্রমিকরা তাকে আটক করে পাড়াবাসীর কাছে তুলে দেন। পাড়াবাসী অভিযুক্ত জামাল হোসেনকে একটি স্কুলে আটকে রেখে রোয়াংছড়ি থানার পুলিশের কাছে সোপর্দ করেন। 

ভুক্তভোগীর ভাই জানান, বাবার মৃত্যুর পর তার বোন মানসিকভাবে আরো বেশি ভারসাম্যহীন হয়ে পড়ে। এরপর থেকে পাড়ার আশেপাশে ঘোরাঘুরি করে। ধর্ষক জামাল হোসেনের সর্বোচ্চ শাস্তি চান তিনি।

রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আশেকুল ইসলাম বলেন, “মানসিক ভারসাম্যহীন কিশোরীর ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ধর্ষণের ঘটনার পরের দিন অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছি।”

ঢাকা/চাইমং/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘জংলি’ সিনেমার টিজারে ভিন্ন এক সিয়াম 

পরনে লুঙ্গি, চোখেমুখে হিংস্রতা, উষ্কখুষ্ক চুল-দাঁড়ি আর পুরাদস্তুর অ্যাকশন লুক- জংলির টিজারে দেশি মাসালা হিরোরূপে দেখা মিললো সিয়াম আহমেদের। এমন সিয়ামকে এর আগে দেখেনি কেউ!

আসন্ন ঈদের ছবির প্রচারণায় সবার আগেই নেমে পড়ে জংলি। একের পর এক ইউনিক পোস্টার, রোমান্টিক গান, প্রি-টিজ আগেই ছেড়েছিল জংলি টিম। এবার এলো ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার।

জংলির প্রথম লুক পোস্টার দেখে অনেকেই বলেছিলেন পুষ্পা বা কবির সিংয়ের অনুপ্রেরণায় নির্মিত। টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই যেন এলো জবাব, ‘পুষ্পা? কাবীর সিং? অ্যাহহে! জংলি’!

জংলি টিম ইচ্ছে করেই এতদিন যেন আগলে রেখেছিল বুবলী অভিনীত চরিত্রটিকে। এতদিন সিনেমার প্রচারণায় কোথাও না থাকা বুবলীকে এক ঝলক দেখা গেল টিজারে। এখানেই বোঝা গেছে বুবলীর চরিত্রের গুরুত্ব। তবে গোটা টিজারে সিয়াম হাজির হয়েছেন ভয়ংকর মারমুখী ভাইবে। লুঙ্গি পরা এই সিয়াম টিজারেই দেখিয়েছেন, দেশীয় গল্পে দেশীয় নির্মাণেও দারুণ কিছু ঘটানো সম্ভব!

টিজারে শেষ দৃশ্য নিয়েই শুরু হয়েছে নতুন রহস্য। এতদিন জংলিতে সিয়ামের সঙ্গে বুবলী ও দীঘিই ছিলেন আলোচনারা কেন্দ্রে। টিজারে সিয়ামের সঙ্গে দেখা গেছে একজন শিশুশিল্পীকেও। আন্দাজ পাওয়া গেল, জংলির গল্পে মূল প্লটে শিশুশিল্পীর শক্তিশালী ভূমিকা বিদ্যমান। যদিও বিষয়টি ধোঁয়াশা মধ্যেই রেখেছে টিম। নিশ্চয়ই এই ধাঁধার উত্তর কিছুটা হলেও মিলবে জংলির ট্রেলারে। বাকিটা নিশ্চয়ই দেখা যাবে সিনেমার হলের পর্দায়।

জংলি ছবি পরিচালনা করেছেন এম রাহিম। জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

 

সম্পর্কিত নিবন্ধ