ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল উপজেলার ভৈরবা বাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ শেষে বাড়ি ফিরছিলেন নেতা-কর্মীরা। পথে শ্যামকুড় বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে তাঁদের সঙ্গে জামায়াত কর্মীদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শ্যামকুড় গ্রামের জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দাপাড়ার বিএনপির সমর্থক শরিফুল ইসলামসহ ৬ জন আহত হন। এঁদের মধ্যে তিনজনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, গতকাল একটি মারামারির ঘটনা ঘটেছিল। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। উভয় পক্ষ বিষয়টির সমাধানের চেষ্টা করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ঘর ষ ব এনপ

এছাড়াও পড়ুন:

মাগুরায় ধর্ষিতা শিশুর মৃত্যু, শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধ

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় ‘ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ’ ব্যানারে শিক্ষার্থীরা শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল বের করেন তারা। 

মিছিলপূর্বক সংক্ষিপ্ত সভায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘আজকে দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পর আমরা দেখলাম ৭ দিনের মধ্যে বিচার শুরু হবার কথা বলেছে আমাদের আইন উপদেষ্টা। 

আছিয়ার মৃত্যুর পর সরকারের টনক নড়ায় আমরা উপহাসের সাথে তাদের এই বক্তব্যকে সমর্থন করছি। শুধু আছিয়া একা নয়, এখন পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে তাঁর প্রত্যেকটির বিচার নিশ্চিত করতে হবে।

ধর্ষণের ঘটণায় প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু করতে হবে। কোন অবস্থাতেই যেন ধর্ষকদের ছাড় দেয়া না হয়।

পরে শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে বিবি রোড ধরে কাফন মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে,’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। 
 

সম্পর্কিত নিবন্ধ