পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাবেন। আগামী ২৮ মার্চ তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে রফিকুল আলম এ তথ্য জানান।

ড. ইউনূসের চীন সফর সম্পর্কে মুখপাত্র বলেন, আগামী ২৬ মার্চ বিকেলে প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশে যাত্রা করার কথা। আগামী ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে উদ্বোধনী প্লেনারি সেশনে তিনি বক্তব্য দেবেন বলে আমরা জেনেছি। ওইদিন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে।

আরো পড়ুন:

মাগুরায় সেই শিশুর মৃত্যু
আসামিদের বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

গার্ডিয়ানকে প্রধান উপদেষ্টা 
বাংলাদেশের অবস্থা ছিল ধ্বসংপ্রাপ্ত, যেন আরেকটি গাজা

রফিকুল আলম বলেন, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগামী ২৯ মার্চ চীনের পিকিং ইউনিভার্সিটিতে তিনি বক্তব্য দেবেন। পরে তিনি বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে।

ঢাকা/হাসান/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিজয়-সাদিকুরের ফিফটিতে গাজীর জয়

টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করে দারুণ ফর্মে ফিরেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। তার সঙ্গে ওপেনার সাদিকুর রহমানের দাপুটে ব্যাটিংয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। এই জয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে দলটি।

মিরপুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন জোবায়ের হোসেন (৫৯ বলে)। অনিক সরকার করেন ৫০ বলে ২৯ রান। গাজী গ্রুপের পক্ষে সমান তিনটি করে উইকেট নেন শামীম মিয়া ও তোফায়েল আহমেদ।

১৬২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে গাজী গ্রুপ। অধিনায়ক এনামুল খেলেন ঝোড়ো ইনিংস, ২৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫২ রান করে আউট হন দশম ওভারে। অপর ওপেনার সাদিকুর রহমানও ছিলেন দুর্দান্ত, ৩০ বলে করেন ৫০ রান।

দুই ওপেনার ফিরে যাওয়ার পর জয় নিশ্চিত করেন সালমান হোসেন (২৬ বলে ২৩*) ও শামসুর রহমান (২৪ বলে ৩৩*)। ১৭.৫ ওভারেই জয় তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

সম্পর্কিত নিবন্ধ