ছবি: পেক্সেলস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিজয়-সাদিকুরের ফিফটিতে গাজীর জয়
টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করে দারুণ ফর্মে ফিরেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। তার সঙ্গে ওপেনার সাদিকুর রহমানের দাপুটে ব্যাটিংয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। এই জয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে দলটি।
মিরপুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন জোবায়ের হোসেন (৫৯ বলে)। অনিক সরকার করেন ৫০ বলে ২৯ রান। গাজী গ্রুপের পক্ষে সমান তিনটি করে উইকেট নেন শামীম মিয়া ও তোফায়েল আহমেদ।
১৬২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে গাজী গ্রুপ। অধিনায়ক এনামুল খেলেন ঝোড়ো ইনিংস, ২৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫২ রান করে আউট হন দশম ওভারে। অপর ওপেনার সাদিকুর রহমানও ছিলেন দুর্দান্ত, ৩০ বলে করেন ৫০ রান।
দুই ওপেনার ফিরে যাওয়ার পর জয় নিশ্চিত করেন সালমান হোসেন (২৬ বলে ২৩*) ও শামসুর রহমান (২৪ বলে ৩৩*)। ১৭.৫ ওভারেই জয় তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।