নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারী আখ্যা দিয়ে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে৷ নির্যাতনের এ ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ওই যুবকের দুই হাত বেঁধে গাছের সাথে ঝোলানো হয়েছে৷ ঝোলানো অবস্থায় কয়েকজন উত্তেজিত  যুবক তাকে লাথি, ঘুষি মারছেন৷

এ ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করছিলেন অনেকে৷ বুধবার বিকেলে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ৷ 

ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পেছনে চা বিক্রেতা আব্দুর রহিম বলেন, ছিনতাইকারী বইলা এক ছেলেরে মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসা হয়৷ পরে তারে গাছে বাঁইধা মারধর করা হয়৷ লাঠি, রড দিয়ে পিটানো হয়৷ বেশ কিছুক্ষণ মারধরের পরে ছেলেটারে ছাইড়া দেওয়া হয়৷ 

চাষাঢ়ায় শহীদ মিনারে প্রায় সময়ই চোর, ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধরের ঘটনা ঘটে বলে জানান ঝাল মুড়ি বিক্রেতা জহির মিয়া। এখানে কিশোর গ্যাংয়ের উৎপাত সহ তাদের নিজেদের একাধিক গ্রুপের মধ্যে মারামারির ঘটনাও শহীদ মিনারের সামনে ও পেছনের গলিতে ঘটে থাকে। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, ঘটনার পরে তারা বিষয়টি জানতে পেরেছেন৷ তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী যুবক বা ঘটনার সাথে জড়িতদের কাউকে পায় নি৷ তবে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।   
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বক ন র য়ণগঞ জ ছ নত ই ঘটন র

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের ৪১ সদস্যের কমিটি ঘোষণা

রূপগঞ্জে জাতীয়তাবাদী তাঁতীদলের উপজেলা শাখার কমিটি গতকাল বুধবার বিকেলে ঘোষণা করা হয়েছে। মো. মোরশেদ আলমকে আহ্বায়ক ও মৃদুল হাসানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সোলমান আহম্মেদ রুবেল স্বাক্ষরিত কমিটি বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলা কমিটির হাতে তুলে দেন।

এ কমিটি ঘোষণায় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁতীদলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মৃদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছি। দলকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সেই সাথে দলের ক্লান্তিকালে কাজ করেছি। দলকে সুসংগঠিত রাখতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে কাজ করে যাচ্ছি। তারই ফল স্বরুপ নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের কমিটির ঘোষণা করেছে। 

কমিটির অন্যরা হলেন- যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন, দ্বীন ইসলাম, সফু সওদাগর, আব্দুল কাদের, রাসেল মাহমুদ, মোশারফ হোসেন মুন্না, শাহজাহান, নুরুল আমিন পাশা, আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, আব্দুল কুদ্দুস, বাদল মিয়া, আক্তার হোসেন, সদস্য এড. মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, এড. হালিম মিয়া, মনিরুল ইসলাম খান, মাহবুব হোসেন, রমজান আলী প্রমুখ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জ থানা ২নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 
  • ১৪ হাজার কোটি টাকা লেনদেন: সেই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের আবেদন
  • ১৪ হাজার কোটি টাকার লেনদেন: সেই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের আবেদন
  • না’গঞ্জের ৫ উপজেলায় ৩ লাখ ৪০ হাজার ৫০৬ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল
  • সিদ্ধিরগঞ্জের মাদক মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড
  • সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড
  • নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দোয়া ও ইফতার
  • নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দোয়া ও ইফতার
  • রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের ৪১ সদস্যের কমিটি ঘোষণা