একটি রবীন্দ্রসংগীত গাওয়ার জন্য দেড় কোটি
Published: 13th, March 2025 GMT
এড শিরান থেকে শুরু করে মার্টিন গ্যারিক্স সময়ে জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করছেন তিনি। গান ছাড়াও জীবনযাপন থেকে ব্যবহার—সবকিছুর কারণেই অনুরাগীদের বিশেষ পছন্দ অরিজিৎ সিংকে। কিন্তু তাঁর এই ইমেজের সঙ্গে তাঁকে মেলাতে পারলেন না বাবুল সুপ্রিয়! কিন্তু কেন?
হিন্দিতে অনুবাদ করা হচ্ছে ছয়টি রবীন্দ্রসংগীত। মুম্বাইয়ের একটি অডিও সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বলিউডের জনপ্রিয় গীতিকার অমিতাভ ভট্টাচার্যকে এই অনুবাদের দায়িত্ব দিয়েছেন বাবুল সুপ্রিয়।
অরিজিৎ সিং। এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মিয়ানমারে ৫ হাজার কারাবন্দিকে মুক্তি
নববর্ষ উপলক্ষে প্রায় ৪ হাজার ৮৯৩ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন বছর উপলক্ষে জান্তাপ্রধান মিন অং হ্লেইং ৪ হাজার ৮৯৩ বন্দিকে ক্ষমা করেছেন।
মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দি, তা এখনও পরিষ্কার নয়। মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষক সংস্থা পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক বলেছে, জান্তাপ্রধানের ঘোষণায় কমপক্ষে ২২ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
দেশটির বিভিন্ন কারাগারে গত সপ্তাহ পর্যন্ত প্রায় ২২ হাজার ১৯৭ রাজনৈতিক বন্দিকে আটক রাখা হয়। এই বন্দিদের মাঝে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিও রয়েছেন। মুক্তি পাওয়া বন্দিরা আইন অমান্য করলে বাকি সাজা ভোগ করতে হবে। ইরাবতী।