মাহমুদউল্লাহর অবসর: বিসিবির কৃতজ্ঞতা, আইসিসির ভালোবাসা
Published: 13th, March 2025 GMT
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের জন্য অবদান রেখে বুধবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। তার এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মাহমুদউল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি আবেগময় মুহূর্ত। প্রায় দুই দশক ধরে তিনি দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। চাপের মুহূর্তে তার পারফরম্যান্স ছিল অনন্য। তার নিষ্ঠা ও অর্জন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
অন্যদিকে, মাহমুদউল্লাহর প্রতি সম্মান জানাতে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে আইসিসি। ফেসবুকে পোস্ট করা ভিডিওতে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর শূন্যে লাফিয়ে উদযাপন এবং গ্যালারির দিকে উড়ন্ত চুমু ছোড়ার দৃশ্য তুলে ধরা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর কাছে ছিল বিশেষ কিছু।’
উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপে মাহমুদউল্লাহর সেঞ্চুরি ছিল তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি এবং বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম শতক। ওই টুর্নামেন্টেই নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করে টানা দুই ম্যাচে শতকের বিরল কীর্তি গড়েন তিনি। পরে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৩ বিশ্বকাপেও আরও একটি সেঞ্চুরি করেন তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেন্দ্রীয় চুক্তি থেকে মাহমুদউল্লাহর নাম প্রত্যাহার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহকে রেখেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করেছিল বিসিবি।
রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্র। শিগগিরই মাহমুদউল্লাহকে বাদ দিয়ে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তালিকায় ছিলেন মুশফিকুর রহিমও। তিনি অবসর নিয়েছেন।
মাহমুদউল্লাহসহ ২২ ক্রিকেটারকে রেখে কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করেছিল বোর্ড। তবে মাহমুদউল্লাহর ভবিষ্যত পরিকল্পনা জানার জন্য তালিকা প্রকাশ করা হয়নি। শুধু ওয়ানডে সংস্করণে খেলা মাহমুদউল্লাহ ছিলেন তৃতীয় ক্যাটাগরি তথা ‘বি’তে।
আরো পড়ুন:
তৃতীয় বিভাগ বাছাই লিগের ‘মেধাবী ক্রিকেটার’দের পরিচর্যায় বিসিবি
হাজার–বারো’শ উঠতি ক্রিকেটার নিয়ে বিসিবির টুর্নামেন্ট
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্মের জন্য সমালোচনার মুখে পড়েন মাহমুদউল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম হতে শুরু করে সব জায়গায় আলোচনা হতে থাকে কবে থামবেন। মুশফিকের মতো অবসর না নিলেও চুক্তিতে না থাকায় মাহমুদউল্লাহকে দল থেকে বাদ দিতে সহজ হবে বিসিবির জন্য।
বাংলাদেশের জার্সিতে ২৩৯ ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ। ৩৬.৮৯ গড়ে রান করেছেন ৫ হাজার ৬৮৯টি। সেঞ্চুরি ৪টি আর হাফসেঞ্চুরি ৩২টি। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। আর সবশেষ ম্যাচ খেলেছে পাকিস্তানে, নিউ জিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
ঢাকা/রিয়াদ/আমিনুল