বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো.

সাফিনুল ইসলাম বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। 

মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ২০১৮ সালের ২৮ মার্চ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে যোগ দেন। ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এ পদে ছিলেন। 

ঢাকা/মামুন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম

এছাড়াও পড়ুন:

নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল ছিল মঙ্গলবার। প্রধান অথিতিকে বরণ করা নিয়ে সংঘর্ষ হয়। এতে আহত এক কর্মী বুধবার বিকেলে মারা গেছেন। এটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দরে। নিহত গনিউল ইসলাম (৫৭) পাঁচন্দর ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির বড় ভাই।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইফতার মাহফিলের আগে তানোরের কৃষ্ণপুর মোড়ে দুই পক্ষে হাতাহাতি ও মারামারি ঘটে। এক পক্ষে ছিলেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা এবং তাদের অনুসারীরা। আরেক পক্ষে ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল মোমিন ও তাঁর লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার মাহফিল শুরুর আগে উভয় পক্ষের নেতাকর্মী-সমর্থকরা কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে বরণ করার জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরীফ উদ্দিন। মোমিনের পক্ষ থেকে প্রধান অতিথিকে বরণ করে নিয়ে যেতে চাইলে বাধা দেন মুজিবুর। এতে ক্ষিপ্ত হয়ে মোমিন ও তাঁর অনুসারীরা মুজিবুর ও মোর্তুজার ওপর চড়াও হয়। তাদের লাঞ্ছিত করে। এ খবর ছড়িয়ে পড়লে মুজিবুরের নেতাকর্মীরা মোমিন ও গনিউলের ওপর হামলা চালায়। এতে গনিউল গুরুতর আহত হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরীফ উদ্দিন সমকালকে বলেন, ‘ইফতার মাহফিলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি মর্মাহত। ইফতারির স্থান থেকে অনেক দূরে এসব ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা দলীয়ভাবে অপরাধীদের বিষয়ে কঠোর অবস্থান নেব।’

রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, গনিউল নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল। এর পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মারামারির ঘটনায় একজন মারা গেছেন। থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু