Risingbd:
2025-03-13@13:13:46 GMT

ডাস্টবিন সল্পতায় পাবিপ্রবি

Published: 13th, March 2025 GMT

ডাস্টবিন সল্পতায় পাবিপ্রবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রতিদিনই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ প্রচুর বহিরাগত আসেন। তাদের ব্যবহৃত উচ্ছিষ্ট ফেলার জন্য প্রয়োজনীয় ডাস্টবিন নেই বললেই চলে। এতে প্রতিনিয়ত নোংরা হচ্ছে ক্যাম্পাসটি।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়ার সামনে একটি করে স্থায়ী ডাস্টবিন এবং মাঠ সংলগ্ন লেকের পাশে ছোট ও মাঝারি চারটি, বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে একটি করে ছোট ডাস্টবিন রয়েছে। এছাড়া একাডেমিক ভবনে ও এলিভেটরে কোন ডাস্টবিন পাওয়া যায়নি।

মোছা.

নুরুন্নাহার ইয়াসমিন নুপুর নামে এক শিক্ষার্থী বলেন, “ক্যাম্পাসের মাঠ থেকে শুরু করে সব স্থানেই ডাস্টবিনের স্বল্পতা রয়েছে। ফলে চারপাশে ময়লা পড়ে থাকে, যা অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। মেয়েদের ওয়াশরুমগুলোতেও পর্যাপ্ত ডাস্টবিন নেই। ওয়াশরুমের সামনে ও ভেতরের মেঝেতে টিস্যু পড়ে থাকতে দেখা যায়। শ্রেণিকক্ষগুলোতেও  ময়লা ফেলার ঝুড়ি না থাকায় মেঝে ও বারান্দায় অসংখ্য কাগজের টুকরো দেখা যায়। এ সমস্যার দ্রুত নিরসন প্রয়োজন।”

আরেক শিক্ষার্থী হৃদয় বলেন, “দিনদিন আমাদের ক্যাম্পাস নোংরা বেশি হচ্ছে। প্রয়োজনের তুলনায় ডাস্টবিন নেই বললেই চলে। আর যেগুলো আছে সেগুলো সবসময় ময়লা আবর্জনা দিয়ে পূর্ণ থাকে। ফলে সবাই ডাস্টবিনের আশেপাশে ময়লা ফেলে। সেগুলো আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যা চরম দৃষ্টিকটু দেখায়। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবেন।”

তিনি আরো বলেন, “মাঠে প্রতিদিন বিভিন্ন বিভাগ ও সংগঠনের ইফতার মাহফিল হচ্ছে। ইফতার শেষে ডাস্টবিনের সংকটে ময়লা মাঠের সাইডে জমা করে রাখা হচ্ছে। ফলে বিভিন্নভাবে ময়লা এদিক সেদিকে চলে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে।”

এ বিষয়ে এস্টেট শাখার প্রধান ডেপুটি রেজিস্টার সুজা উদ্দিন বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট ডাস্টবিন বসানোর চিন্তা করেছি। বিশ্ববিদ্যালয় পৌরসভার বাহিরে হওয়ায় পৌরসভার থেকে সপ্তাহে একদিন ময়লা নিয়ে যাচ্ছে। ফলে ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় জমা হচ্ছে। তবে এ বিষয়টি সমাধানের জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।”

ঢাকা/আতিক/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ভিডিও প্রচার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে দায়েরকৃত মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আসামি জালাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সখেরগাঁও গ্রামে ধর্ষণ করা হয়। তবে ধর্ষণের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। ধর্ষণের ভিডিও ছড়িয়ে দিয়ে ব্লাকমেইল করে গৃহবধূকে বার বার ধর্ষণ করা হয়। 

বুধবার (১২ মার্চ) রাতে ভিকটিম (৩৫) বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন, সখেরগাঁও গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে জালাল হোসেন (৪০), সেলিম (৪২) ও সোহেল (৩৫)। পুলিশ প্রধান আসামি জালাল হোসেনকে গ্রেপ্তার করেছে।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালে পারিবারিক কলহের ঘটনায় আড়াইহাজার থানায় দায়েরকৃত মামলায় ওই গৃহবধূর স্বামীকে প্রধান আসামি করে ভয়ভীতি দেখায় আসামি জালাল। এ সময় মামলা থেকে নাম বাদ দেয়ার আশ্বাস দিয়ে জালাল ফোনে কথা বলার প্রস্তাব দেয় ওই গৃহবধূকে। ফোনে কথা বলতে বলতে তারা প্রেমে জড়িয়ে পড়ে। ঘটনার এক পর্যায়ে গত ১৫ ফেব্রুয়ারি বাড়ি ফাঁকা পেয়ে গৃহবধূকে ধর্ষণ করেন জালাল। পরবর্তীতে মামলা খারিজের কথা বলে নরসিংদীর হোটেলে নিয়ে যান এবং পুনরায় ধর্ষণ করেন। মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তীতে সেই ভিডিও বাকি আসামিদের সরবরাহ করেন এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকেন। পাশাপাশি বিবাদ নিষ্পত্তির জন্য গৃহবধূর কাছে ৩ লাখ টাকা দাবি করেন। এভাবে ব্ল্যাকমেইল করে গৃহবধূকে আবারো ধর্ষণ করেন জালাল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রধান আসামি জালালকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ