ঝালকাঠিতে ৮৭ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
Published: 13th, March 2025 GMT
ঝালকাঠির চার উপজেলায় প্রায় ৮৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ সব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর।
আগামী ১৫ জুন থেকে জেলায় মোট ৮৭ হাজার ২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১০ হাজার ৪১৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৭৬ হাজার ৬০৮ জন। ৬-১১ মাসের শিশুকে ১ লাখ ইউনিটের নীল রঙের ও ১২-৫৯ মাসের শিশুকে ২ লাখ ইউনিটের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.
আরো পড়ুন:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ
রাজশাহীর পৌনে ৪ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
ঢাকা/অলোক/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় মামলা
বন্দরে পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় মামলা দায়ের হয়েছে। কারখানার ম্যানেজার মোঃ আক্কাস হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামী করা হয়। গত বুধবার (১২ মার্চ) রাতে বন্দরের মদনপুর দেওয়ানবাগ এলাকার ফাহাদ ট্রেড লাইন্স নামে ওই পোশাক তৈরির কারখানায় এ ডাকাতির ঘটনাটি ঘটে।
মামলার বাদি আক্কাস হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে ১০/১২ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত পিছনের পকেট গেইট দিয়ে কৌশলে কারখানায় প্রবেশ করে।
এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে সিসিটিভি ক্যামেরার মনিটর ও যন্ত্রাংশ খুলে নিজেদের কব্জায় নিয়ে নেয়। এক পর্যায়ে তাদেরকে (নিরাপত্তা রক্ষীদ্বয়) বেঁধে রেখে ভল্ট, লকার ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ১৩ লাখ ২০ হাজার টাকা , ৩টি কম্পিউটার , ৬টি মোবাইল ফোন , একটি জেনারেটর ও ৪ লাখ টাকা দামের একটি গরু লুট করে।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।