রাহুল দ্রাবিড়ের একটি ছবি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। ভারতের এক ক্রিকেটপ্রেমীর সেই পোস্টে মন্তব্য, ‘এমনকি সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থারও রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। দ্রুত সুস্থ হয়ে উঠুন, কিংবদন্তি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে রয়্যালসের পোস্ট অনুসরণ না করলে কিংবা দ্রাবিড়ের হালনাগাদ খবর অজানা থাকলে ভক্তটির শেষ কথায় খটকা লাগতে পারে। সুস্থ হয়ে ওঠা! দ্রাবিড় কি তবে অসুস্থ? হ্যাঁ, রয়্যালসের পোস্ট করা ছবিটি দেখলেই বোঝা যায়। শর্টস এবং টি-শার্ট পরে চেয়ারে বসে আছেন কিংবদন্তি। মুখেও হাসির ছটা। শুধু বাঁ পায়ে মেডিকেল ওয়াকিং বুট। অর্থাৎ বাঁ পায়ে চোট পেয়েছেন দ্রাবিড়।

আরও পড়ুনকত টাকা বেতন পান ভারতের কোচ গম্ভীর, সঙ্গে আর কী সুযোগ-সুবিধা৬ ঘণ্টা আগে

কীভাবে চোট পেয়েছেন—সে প্রশ্নের উত্তরে ওই কথাটি বলতে হয় সবার আগে, জাত ক্রিকেটাররা ‘ব্যাট-বল’ জমা দিলেও ‘অনুশীলন’ জমা দেন না। মানে, ক্রিকেট রক্তে ঢুকে গেলে বয়স যতই হোক না কেন, খেলাটা আসলে কেউ ছাড়তে পারে না। ৫২ বছর বয়সী দ্রাবিড় এক যুগ আগে পেশাদার ক্রিকেট ছাড়লেও খেলতে গিয়েছিলেন স্থানীয় এক লিগে। সেখানেই ব্যাটিংয়ের সময় চোট পান টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডধারী ‘দ্য ওয়াল’খ্যাত কিংবদন্তি।

দ্রাবিড়কে নিয়ে একটি ভিডিও আজ পোস্ট করা হয় রয়্যালসের এক্স হ্যান্ডলে। সেখানে দেখা যায়, পায়ের চোট নিয়েই ফ্র্যাঞ্চাইজি দলটির আইপিএল প্রাক্‌-মৌসুম অনুশীলনে যোগ দিয়েছেন প্রধান কোচের দায়িত্বে থাকা দ্রাবিড়। গলফ কার্টে চড়ে মাঠে ঢোকেন। নামেন ক্রাচে ভর করে। এরপর অবশ্য বেশ ভালোই যুক্ত হয়ে পড়েন অনুশীলনে। রয়্যালসের তরুণ খেলোয়াড় রিয়ান পরাগ, যশস্বী জয়সোয়ালদের সঙ্গে কথা বলেন। ভিডিওতে দেখা যায়, জয়সোয়াল তাঁর ‘শ্যাডো শট’ দেখিয়ে কোনো একটি বিষয়ে কথা বলছিলেন দ্রাবিড়ের সঙ্গে। সম্ভবত পরামর্শ নিচ্ছিলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম শুদ্ধ ও সুন্দর ব্যাটসম্যানটির কাছ থেকে। পুরো অনুশীলন সেশনই বসে দেখেছেন দ্রাবিড়।

ভারতের হয়ে ১৬৩ টেস্টে ১৩২৬৫ রান (দ্বিতীয় সর্বোচ্চ) করা দ্রাবিড়ের চোট পাওয়ার ছবি পোস্ট করে ক্যাপশনে রয়্যালস লিখেছে, ‘বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতে গিয়ে চোট পেয়েছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি সুস্থ হয়ে উঠছেন এবং আজ (কাল) জয়পুরে আমাদের অনুশীলনে যোগ দেবেন।’

আরও পড়ুনচলে গেলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা ভারতীয় ক্রিকেটার সৈয়দ আবিদ আলী১ ঘণ্টা আগে

শ্রী নাসুর মেমোরিয়াল শিল্ডে গত সপ্তাহে গ্রুপ ওয়ান, ডিভিশন টু সেমিফাইনালে জয়ানগর ক্রিকেটার্সের বিপক্ষে বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন দ্রাবিড়। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নিজের ১৬ বছর বয়সী ছেলে অন্বয়ের সঙ্গে ম্যাচটি খেলেন দ্রাবিড়। মাত্র দুটি বল খেলার পরই পায়ের মাংসপেশির চোটে পড়েন। কিন্তু এই চোট নিয়েই চতুর্থ উইকেটে ছেলের সঙ্গে জুটি গড়ার পথে ৬৬ বলে ৪৩ রান করেন দ্রাবিড়। তাঁর দল বিজয়া ক্রিকেট ক্লাব অবশ্য ম্যাচটি হেরেছে।

সর্বশেষ ১৩ বছরের মধ্যে দ্রাবিড় গত মাসে প্রথমবারের মতো ক্লাব ক্রিকেটে অংশ নেন। সেটাও ছিল লিগ ম্যাচ, যেখানে দ্রাবিড়ের ব্যাট থেকে আসে ১০ রান এবং তাঁর ছেলে অন্বয় করে ৬০ বলে ৫৮।

২০২২ সালে ভারত জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সরে দাঁড়ান দ্রাবিড়। এরপর রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব নেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প স ট কর

এছাড়াও পড়ুন:

রাজধানী থেকে নিখোঁজ মা-ছেলে 

রাজধানীর ওয়ারী থেকে এক নারী ও তাঁর শিশুসন্তান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তারা হলেন– লামিয়া তাসমেরী মুন (৩২) ও আহনাফ কবির ইনাফ (৭)। গতকাল মঙ্গলবার দুপুরে ছেলেকে নিয়ে স্কুল থেকে বের হওয়ার পর আর তাদের সন্ধান মেলেনি। সন্ধ্যায় একটি মোবাইল ফোন নম্বর থেকে কল করে স্বজনকে বলা হয়, তারা ভালো আছেন। এরপর সেই নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

লামিয়ার স্বামী হুমায়ুন কবির পুরান ঢাকার নবাবপুরে ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন। তিনি সমকালকে জানান, ওয়ারীর যুগীনগর লেনে পরিবারের সঙ্গে থাকেন লামিয়া। মঙ্গলবার সকাল ১০টায় ওয়ারী স্ট্রীটের তিন নম্বর গলির ইএলসি স্কুলে ইনাফের পরীক্ষা ছিল। এজন্য ছেলেকে নিয়ে তিনি স্কুলে যান। দুপুর ১২টায় পরীক্ষা শেষ হওয়ার পর মা–ছেলে স্কুলের সামনে থেকে হেঁটে অদূরে চৌরাস্তা পর্যন্ত যান। এই দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তবে এরপর তারা কোন দিকে গেছেন, নাকি কেউ তাদের তুলে নিয়ে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। 

হুমায়ুন কবির জানান, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি লামিয়ার মা মনোয়ারা বেগমকে কল করে বলেন, আপনার মেয়ে ও নাতি ভালো আছে। পরে সেই নম্বরটির ব্যাপারে খোঁজ নেওয়া হয়। দেখা যায়, বরিশালের হিজলার এক ব্যক্তির নামে সেটির নিবন্ধন রয়েছে। সেই ব্যক্তি নারায়ণগঞ্জে শিক্ষা বিভাগের কর্মকর্তা। তবে কলটি করা হয়েছে ডেমরার ডগাইর এলাকা থেকে। এ বিষয়ে ওয়ারী থানা পুলিশ ও র‌্যাবের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ সমকালকে বলেন, নিখোঁজ নারী–শিশুর সম্ভাব্য একটি অবস্থানের তথ্য পেয়েছে পুলিশ। সেখানে অভিযান চালানো হচ্ছে। তাদের উদ্ধারের পর জানা যাবে প্রকৃতপক্ষে কী ঘটেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • গুরুতর আহত ভাগ্যশ্রী
  • হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নতুন সুবিধা আসছে
  • আমি মনে করি, আমার জায়গায় আমি এক নম্বর: বাপ্পারাজ
  • এখন আমার সেই সময় নাই: বাপ্পারাজ
  • সিঁদুর পরাতে গিয়ে হাত কেঁপেছিল বরের, এরপর কনে যে সিদ্ধান্ত নিলেন
  • পর্যাপ্ত সমর্থন না পেয়ে ভোট যুদ্ধ থেকে সরে দাঁড়ালেন রোনালদো
  • অবিশ্বাস্য নাটকীয়তার পর আতলেতিকোকে হারিয়ে শেষ আটে রিয়াল
  • মা-ছেলে নিখোঁজ, অপরিচিত ব্যক্তি ফোনে বললেন ‘তারা ভালো আছেন’
  • রাজধানী থেকে নিখোঁজ মা-ছেলে