সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ গ্রামের বাড়ি মাগুরায় নেওয়া হবে। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একটি সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত আসছে...

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স এমএইচ

এছাড়াও পড়ুন:

মাগুরার শিশুটির মৃত্যুতে শোক জানাল সাদা দল

মাগুরার সেই শিশুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তারা বলেন, শিশুটির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের চেহারা পরিষ্কার করে দিয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক  অধ্যাপক আবদুস সালাম ও অধ্যাপক মো. আবুল কালাম সরকার গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় এসব কথা বলেন।  

বিবৃতিতে শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শিক্ষক নেতারা। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নারী-শিশু ধর্ষণ ও হেনস্তার ঘটনায় উদ্বেগও জানান।

বিবৃতিতে সংগঠনের নেতারা শিশুটিকে ধর্ষণের অভিযোগ বিচার করে অন্তর্বর্তী সরকারকে নতুন দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানানো হয়। তারা মনে করেন, দীর্ঘদিনের বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ ও দীর্ঘসূত্রতা দেশের বিচারব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ শিশুটি মারা যায়।

সম্পর্কিত নিবন্ধ