জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী।

মানববন্ধনে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, “ইসির অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখতে হবে। প্রকল্পের জনবল রাজস্বকরণ করতে হবে। এনআইডি সেবা নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে একটি গ্রুপ ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।”

নির্বাচন কর্মকর্তারা দাবি করেন, “বিগত সরকার এনআইডি সেবাকে তাদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল, সে চক্রান্ত আবারও শুরু হয়েছে। বিগত সময়ে বিভিন্ন দপ্তর থেকে নাগরিকদের তথ্য চুরির মত ঘটনা ঘটেছে কিন্তু নির্বাচন কমিশন নাগরিকদের তথ্য সংরক্ষণের সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে।”

কর্মসূচিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ জেলা ও থানা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

ঢাকা/কেয়া/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত

এছাড়াও পড়ুন:

ফ্যাসিবাদের দোসররা বিএনপিতে ঢুকে বিবাদ সৃষ্টির চেষ্টা করছে: শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনা চলে গেছে, ফ্যাসিবাদও চলে গেছে, কিন্তু তাদের দোসররা বিএনপির মধ্যে ঢুকে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকটা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ঘাপটি মেরে বসে আছে আমাদের ভেতরে ঢুকে বিবাদ সৃষ্টি করার জন্য। এই ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র। সবাইকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

সোমবার ফরিদপুরের সালথা সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা রমজান মাসেও বাড়িঘরে থাকতে পারেনি। ঠিকমতো ইফতারিও করতে পারেনি। পরিবার নিয়ে ঈদ করতে পারেনি। আমরা চাই ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে। ফ্যাসিবাদের মতো রাতে ভোট চুরি করতে চাই না। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, অ্যাডভোকেট জাহিদুল হাসান লাভলু, দপ্তর সম্পাদক আবুল বাসার, বিএনপি নেতা ড. কামরুল ইসলাম, হুমায়ুন খান, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মাহফুজুর রহমান, মিরান হুসাইন, শ্রমিক দল নেতা কালাম বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করলেন ইসির কর্মকর্তা-কর্মচারীরা
  • ষড়যন্ত্র রুখতে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন : আমিনুল হক
  • মাঠে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে বিএনপি
  • ট্রেনের ই-টিকিট কালোবাজারি বন্ধ হবে?
  • বেরোবিতে পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
  • কলাপাড়ায় কোস্টগার্ড সদস্যকে মারধরের ঘটনায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে মামলা
  • ভর্তির ৭ মাসেও পরিচয়পত্র পাননি চবি শিক্ষার্থীরা
  • ফ্যাসিবাদের দোসররা বিএনপিতে ঢুকে বিবাদ সৃষ্টির চেষ্টা করছে: শামা ওবায়েদ
  • জাতীয় পরিচয়পত্রে একাধিক স্ত্রীর নাম যুক্ত করার বিষয়ে প্রাথমিক আলোচনা