Samakal:
2025-03-13@13:09:41 GMT

‘লজ্জিত, ক্ষমার অযোগ্য আমরা’

Published: 13th, March 2025 GMT

‘লজ্জিত, ক্ষমার অযোগ্য আমরা’

বাঁচানো গেল না মাগুরায় নির্যাতিত সেই শিশুটিকে। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার বেলা ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। তার মৃত্যুর খবরে গোটা দেশবাসী শোকে মুহ্যমান। সেই শোক ছুঁয়ে গেছে তারকাদের।

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া কিছু বলতে পারেননি। হৃদয় ভাঙার ইমুজিসহ নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুধু লিখেছেন, ‘আছিয়া।’

অভিনেতা ইরফান সাজ্জাদ সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনি বিচার কইরেন।’

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘এ শহরে আর কোনো কন‍্যার জন্ম না হোক। মাতৃহীন,ভগ্নিহীন,কন‍্যাহীন মরুভূমি হোক এদেশ। কুলাংগারের আবাদ হোক!

অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।’

আছিয়াকে নিয়ে নিজের ফেসবুকে সংগীতশিল্পী ও অভি নেত্রী পারশা মাহজাবীন পূর্ণি লিখেছেন, ‘মরে গিয়ে বেঁচে গেল।’

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘মরে আছিয়া বেঁচে গেলো। আর বুঝিয়ে দিয়ে গেলো অনেক কিছুই। আছিয়া, তীব্র কষ্ট পেয়েছ মা, এবার ঘুমাও। লজ্জিত, ক্ষমার অযোগ্য আমরা।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে হিযবুত তাহরীরের দুই সদস্য রিমান্ডে 

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন- সাব্বিরুল হাসান ও মারুফ হাসান। সাব্বিরুলের দুই দিন ও মারুফের একদিন রিমান্ড মঞ্জুর করা হয়। 

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মফিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহানগর ডিবি পুলিশ দুইজনের সাত দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত একজনের দু’দিন ও অন্যজনের একদিন রিমান্ড মঞ্জুর করেন। 

তিনি জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নগরের পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে। ৮ ও ১০ মার্চ পুলিশ তাদের গ্রেপ্তার করে। তখন থেকে তারা কারাগারে বন্দি রয়েছেন। তারা হিযবুতের পোস্টার লাগানো ও মিছিল করার সময় গ্রেপ্তার হন। 

সম্পর্কিত নিবন্ধ