স্ত্রী-সন্তানসহ সাদেক খানের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
Published: 13th, March 2025 GMT
দুদকের মামলা চলমান থাকায় ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, তার স্ত্রী ফেরদৌসী খান ও ছেলে ফাহিম সাদেক খানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২১টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৪ কোটি ২০ লাখ ৭ হাজার ৬৮৬ টাকা জমা রয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। ২১টি হিসাবের মধ্যে, ফেরদৌসী খানের ১৪টি, সাদেক খানের পাঁচটি ও ফাহিম সাদেক খানের নামে দুইটি হিসাব রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক কে এম মর্তুজা আলী সাগর পৃথক তিন আবেদনে এসব হিসাব অবরুদ্ধের আদেশ চান। পরে বিচারক সেটি মঞ্জুর করেন।
অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য মো.
মামলাটি বর্তমানে তদান্তাধীন রয়েছে। তদন্তকালে আসামি ফেরদৌসী খান এবং আসামি মো. সাদেক খানের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।
তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তদন্তকালে আসামি মিসেস ফেরদৌসী খান এবং আসামি মো. সাদেক খানের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে বাংলাদেশের বাইরে গমন করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে তদন্তকালে আসামি ফেরদৌসী খান এবং আসামী মো. সাদেক খান এর নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নাসিক এলাকায় ১৩৩৯৮২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
আগামীকাল শনিবার (১৫ মার্চ) দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।
এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৩৩ হাজার ৯৮২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র ধরা হয়েছে।
এরমধ্যে ৬-১১ মাস বয়ষী ২৪ হাজার ১৬৭ জন ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৮১৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। না
সিক এলাকায় ৩৪০টি কেন্দ্রে কেন্দ্রে ২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম বলেন, যেসব শিশুরা শনিবার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালিন টিকা খেতে পারবে না তারা পরবর্তী সাত কার্য দিবসের মধ্যে ইপিআই টিকা দান কেন্দ্রে শিশুকে টিকা খাওয়াতে পারবেন।
তিনি আরও বলেন শিশুকে জন্মের ৬ (ছয়) মাস পর্যন্ত বুকের দুধ পান করাতে হবে এবং শিশুর বয়স ৬মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হইবে।
এ সময় তিনি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সফল করার জন্য গনমাধ্যম কর্মীদেরও সহযোগীতা কামনা করেন।