Risingbd:
2025-03-13@11:27:55 GMT

ওয়ানডে দলে নতুন মুখ ইশমা

Published: 13th, March 2025 GMT

ওয়ানডে দলে নতুন মুখ ইশমা

পাকিস্তানে অনুষ্ঠেয় বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে একমাত্র নতুন মুখ ইশমা তানজিম।

ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের মন জয় করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ইশমা। চ্যাম্পিয়ন শেলটেক ক্রিকেট একাডেমির হয়ে ৭ ইনিংসে ৪৮ গড়ে ৩৩৬ রান করেছেন। প্রতিটিতেই ২৫ এর বেশি রান করেছেন ইশমা।

টি-টোয়েন্টির পর ওয়ানডে দলে জায়গা করে নিলেন তিনি। টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে সুযোগ পেয়ে ২৪ রান করেছিলেন। এবার ওয়ানডেতে কেমন করেন সেটা দেখার।

আরো পড়ুন:

নিষিদ্ধের চিঠির পরই আফগানিস্তানের সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার গিল

এদিকে ঢাকা লিগের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া রিতু মনি জাতীয় দলে ফিরেছেন। তার সঙ্গী হয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে লিগের সর্বোচ্চ উইকেট শিকারি সুমনা। প্রায় সাত বছর পর ওয়ানডে দলে ফিরলেন ২৫ বছর বয়সী অফ স্পিনার। রিতু প্রিমিয়ার লিগে গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবের হয়ে ৮ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১৬১ রান করেছেন। অভিজ্ঞ অলরাউন্ডারকে এবার বড় মঞ্চের জন্য প্রস্তুত মনে হচ্ছে।

দলে জায়গা হারিয়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহার। পায়ের চোটে বাদ পড়েছেন লতা মন্ডল।

ছয় দলের টুর্নামেন্ট খেলতে আগামী ৩ এপ্রিল লাহোরের উদ্দেশে রওনা হবে নিগার সুলতানার দল। বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ছাড়া বাছাইয়ের বাকি চার দল ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও স্কটল্যান্ড।

বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে ১০ এপ্রিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে হবে টুর্নামেন্টের সব ম্যাচ।

মাঠে নামার আগে বাংলাদেশ দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে ৫ ও ৭ এপ্রিল। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো খেলতে তারা।

বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিম খাতুন, ফারিহা ইসলাম, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ছ

এছাড়াও পড়ুন:

শিবির নেতা নোমানী হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে রাবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিনোদনপুর বাজারে এসে সমাবেশ করা হয়।

এ সময় তারা ‘বিচার বিচার বিচার চাই, নোমানী হত্যার বিচার চাই’, ‘শিবিরের একশন ডাইরেক্ট একশন’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই নোমানী হত্যাকারীর ফাঁসি চাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না’, ‘আজকের এই দিনে নোমানী তোমায় মনে পরে’ ইত্যাদি স্লোগান দেন।

আরো পড়ুন:

রাবি নারী শিক্ষার্থীকে হেনস্থা ও মারধরের অভিযোগ

লাকি আক্তারের গ্রেপ্তার দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সমাবেশে রাবি শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, “২০০৯ সালের ১৩ মার্চ নোমানী ভাইয়ের  হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের অন্যতম ছিলেন তৎকালীন উপাচার্য আব্দুস সোবহান, প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া ও ছাত্র উপদেষ্টা (সাবেক উপাচার্য) গোলাম সাব্বির সাত্তার। নোমানী ভাইয়ের হত্যার পুরস্কার স্বরূপ তাদের বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া।”

তিনি আরো বলেন, “আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা দেখেছি নোমানী হত্যা মামলা আদালত খারিজ করে দিয়েছিল। প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে মামলা রিনিউ না করে, তাহলে আমরা আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে মাঠে নামব।”

রাবি শাখা ছাত্রশিবির সাবেক সভাপতি হাফেজ নুরুজ্জামান বলেন, “দেশকে অস্থিতিশীল ও ভারতের তাবেদারি করার জন্য লিয়াজু করে ২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসে। এ দেশে ইসলামকে ধ্বংস করার জন্য তারা প্রথমে ইসলামী ছাত্রশিবিরকে টার্গেট করে। দেশের মেধাবী ছাত্রনেতাদের হত্যা করেছে, দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছে, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। স্বৈরাচার সরকার পতন হওয়ার ৭ মাসে পার হলেও এখনো কোনো হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রশিবিরকে নিশ্চিহ্ন করার নীল নকশা তৈরি করে। এরই ধারাবাহিকতায় নোমানী ভাইকে হত্যা করে। এরপরও আমরা দমে যাইনি। বরং আমরা দ্বিগুণ শক্তি নিয়ে এ ময়দানে ফিরে এসেছি।”

তিনি বলেন, “ছাত্রলীগ আমাদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু আজ তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। রাবি শিক্ষার্থীদের ইসলামের প্রতি ভালোবাসাকে কেউ কখনো দমাতে পারবে না, এটা প্রমাণিত হয়ে গেছে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ