সিঁদুর পরাতে গিয়ে হাত কেঁপেছিল বরের, এরপর কনে যে সিদ্ধান্ত নিলেন
Published: 13th, March 2025 GMT
পাত্র স্কুল শিক্ষক। এর পাশাপাশি পড়াশোনাও চলছে তার। তিনি বিএড এর শিক্ষার্থী। আরও ভালো চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিয়ে যাচ্ছেন। পারিবারিক পছন্দে বিয়ে করতে এসে বিপদে পড়লেন। সিঁদুর পরানোর আগ পযন্ত সব ঠিকই ছিল। ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছিল। বর ও কনের বাড়ির সম্মতিতে চার হাত এক হয় তাদের। কিন্তু কনে বিদায়ের সময় বরের বাড়িতে যেতে অসম্মতি জানায় কনে।
বাড়ির সদস্যরা চমকে যায় কনের সিদ্ধান্ত জেনে। তারা কারণ জানতে চাইলে কনে জানায় সিঁদুর পরানোর সময় বরের হাত কেঁপেছে। যার অর্থ হচ্ছে সে শারীরিকভাবে অসুস্থ। আর অসুস্থ স্বামীর সঙ্গে সংসার করা তার পক্ষে সম্ভব নয়।
ভারতীয় গণমাধ্যমের তথ্য, দেশটির রাজস্থানের ঢোলপুরের বাসিন্দা দীপিকার সঙ্গে করৌলির যুবক প্রদীপের বিয়ে ঠিক হয়েছিল। কনের বাবা গিরিশ কুমার মেয়ের বিয়ের আয়োজনে কোনো ঘাটতি রাখেননি। নাচ-গান প্রচুর হইহুল্লোড় সবই হয়েছিল। অনেক অতিথিও এসেছিলেন। কিন্তু শ্বশুরবাড়ি যেতে অস্বীকার করেন দীপিকা। কারণ জানতে চাইলে
সবাই মিলে দীপিকাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর নতুন স্ত্রীকে রেখে একা বাড়ি ফেরেন প্রদীপ।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মা-বাবা হলেন তারকা দম্পতি
বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে পুত্রসন্তানের মা হয়েছেন। ভারতের সাবেক ক্রিকেটার জহির খান-সাগরিকা দম্পতির এটি প্রথম সন্তান। বুধবার (১৬ এপ্রিল) ইনস্টাগ্রামে এই সুখবর ভক্ত-অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি।
জহির ও সদ্যোজাত সন্তানের সঙ্গে নিজের ছবি পোস্ট করে ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা লেখেন, “ভালোবাসা, কৃতজ্ঞতা ও সৃষ্টিকর্তার আশীর্বাদের সঙ্গে আমরা আমাদের প্রিয় ছোট্ট শিশু, ফতেহসিং খানকে স্বাগত জানাচ্ছি।”
তারপর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন তারকা দম্পতি। শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার সচিন টেন্ডুলকার, সুরেশ রায়না, আকাশ চোপড়া, আর পি সিং। তাছাড়াও অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ, আথিয়া শেঠি, অভিনেতা সুনীল শেঠি, বীর পাহাড়িয়া প্রমুখ।
আরো পড়ুন:
পলকের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন সাইফের পুত্র ইব্রাহিম
ঊননব্বইতেও অপ্রতিরোধ্য ধর্মেন্দ্র
২০১৭ সালের নভেম্বরে বিয়ে করেন সাগরিকা-জহির। বিয়ের ৮ বছর পর প্রথম সন্তানের মা-বাবা হলেন তারা। তবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপন রেখেছিলেন তারা।
২০০৭ সালে ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সাগরিকা। সিনেমাটি মুক্তির পর আলোচনায় আসেন। এরপর বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হন। এরপরে তার ক্যারিয়ার আর সেভাবে আগায়নি। ২০১২ সালে ইমরান হাশমির বিপরীতে ‘রাশ’ সিনেমায় অভিনয় করেন। সবশেষ ‘ফুটফেয়ারি’ সিনেমায় দেখা যায় তাকে। ২০২০ সালে মুক্তি পায় এটি।
ঢাকা/শান্ত