ময়মনসিংহের গৌরীপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিদ্দিক মিয়া (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিদ্দিক মিয়া একই উপজেলার বাসিন্দা। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সম্পর্কে দাদা প্রতিবেশী সিদ্দিক মিয়া শিশুটিকে বলে, লাউ ক্ষেতে চল তোকে নতুন খেলা শেখাব। পরে সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

এ সময় ভুক্তভোগী ডাক-চিৎকার দিলে তার মা ও দাদি ছুটে এলে সিদ্দিক মিয়া পালিয়ে যান। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ঢাকা/মিলন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। ইমাম পরিবহন নামের একটি বাসে অজ্ঞান পার্টি অচেতন করে সঙ্গে থাকা জিনিসপত্র লুটে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ নগরের দীঘারকান্দা বাইপাস মোড়ে ফেলে যায় তাঁকে। এই খবরে গতকাল সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, গতকাল হালুয়াঘাট থেকে ক্যাম্পাসে ফিরছিলেন ব্যবস্থাপনা বিভাগের ১৭তম ব্যাচের রাহি। ইফতারের সময় ময়মনসিংহ নগরের দীঘারকান্দা বাইপাস এলাকায় ইমাম পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। বাস থেকে অচেতন অবস্থায় রাহিকে রাস্তায় নামিয়ে চলে যায় বাসটি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ইমাম পরিবহনের বাস আটক করেন। তাঁরা ওই ঘটনার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা দাবি জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জেলা পরিবহন মালিক সমিতি, ইমাম গাড়ির প্রতিনিধি, ওই বাসের চালক, তাঁর সহকারীকে বিশ্ববিদ্যালয়ে হাজির করতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করা হবে। ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় ইমাম পরিবহনকে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সব রুটে বাসের ভাড়া সমন্বয় করে নির্ধারিত করে দিতে হবে। ত্রিশালে সব বাসের কাউন্টার দিতে হবে।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত হন। তাঁদের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে দিবাগত রাত পৌনে একটার দিকে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাদ কবির বলেন, শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে ময়মনসিংহ পরিবহন মালিক সমিতি আজ ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসতে রাজি হয়েছে। যদি পরিবহন প্রশাসন আজ দুপুর ১২টার মধ্যে ছাত্রদের সঙ্গে না বসে, তাহলে ছাত্ররা অনির্দিষ্টকালের জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে দেবেন।

ত্রিশালের ইউএনও আবদুল্লাহ আল বাকীউল বারী বলেন, হালুয়াঘাট থেকে ক্যাম্পাসের দিকে আসা এক শিক্ষার্থীকে অজ্ঞান করে তাঁর সব জিনিসপত্র লুট করা হয়েছে। পরে তাঁকে রাস্তায় নামিয়ে রেখে চলে যান বাসের লোকজন। এ খবরে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • প্যারোলে মুক্তি পেলেও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা
  • ময়মনসিংহে নারী নির্যাতন প্রতিরোধের মিছিলে হামলা
  • ময়মনসিংহে বাম জোটের মিছিলে বৈষম্যবিরোধীদের হামলার অভিযোগ, দুজন আহত
  • গাজীপুরে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
  • গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  • সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  • গাজীপুরের ২ মহাসড়ক যান চলাচল স্বাভাবিক
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে, প্রতিবাদে মহাসড়ক অবরোধ