ভারতের ভবিষ্যৎ নিয়ে ক্রমেই বেশি আশাবাদী হয়ে উঠছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ব্যাপকভাবে উদ্বিগ্ন তাঁরা। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

‘দ্য ২০২৪ ইন্ডিয়ান-আমেরিকান সার্ভে’ নামের এ জরিপ গত অক্টোবরে পরিচালনা করেছে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিকবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান ‘কার্নেগে এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস’ ও ইন্টারনেটভিত্তিক জরিপ প্রতিষ্ঠান ‘ইউগভ’। জরিপে ভারতীয়-মার্কিন নাগরিকদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরীক্ষা করে দেখা হয়েছে।

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্রমেই গভীর, কিন্তু মাঝেমধ্যে বাধাগ্রস্ত হওয়ার মধ্যেই গত বছর দেশ দুটিতে হয়ে গেল গুরুত্বপূর্ণ নির্বাচন। উভয় দেশের সম্পর্কে সাম্প্রতিকতম উত্তেজনার শুরু ভারতীয় ধনকুবের ও ব্যবসায়ী গৌতম আদানিকে একটি ঘটনায় যুক্তরাষ্ট্রের অভিযুক্ত করা এবং সে দেশের মাটিতে এক হত্যার ষড়যন্ত্রে দিল্লির সমর্থন থাকার অভিযোগ ওঠার মধ্য দিয়ে।

উভয় দেশের সম্পর্কে সাম্প্রতিকতম উত্তেজনার শুরু ভারতীয় ধনকুবের ও ব্যবসায়ী গৌতম আদানিকে একটি ঘটনায় যুক্তরাষ্ট্রের অভিযুক্ত করা এবং সে দেশের মাটিতে এক হত্যার ষড়যন্ত্রে দিল্লির সমর্থন থাকার অভিযোগ ওঠার মধ্য দিয়ে।

যুক্তরাষ্ট্রে থাকা ৫০ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত অধিবাসীর উদ্দেশে জরিপে কয়েকটি মূল প্রশ্ন করা হয়। এগুলো হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত-মার্কিন সম্পর্ক যেভাবে সামলেছেন, তা তাঁরা কীভাবে দেখেন? ডোনাল্ড ট্রাম্পকে কি তাঁরা অধিকতর ভালো বিকল্প হিসেবে বিবেচনা করেন? ২০২৪ সালের নির্বাচন-পরবর্তী ভারতের যাত্রাপথকে তাঁরা কীভাবে মূল্যায়ন করেন?

জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বমূলক এ অনলাইন জরিপে ১ হাজার ২০৬ প্রাপ্তবয়স্ক ভারতীয়-মার্কিন নাগরিকের মতামত গ্রহণ করা হয়। এতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে এসেছে, তা হলো—

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকা বিষয়ে ভারতের সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘গণতান্ত্রিক নাগরিক শক্তি`র আত্মপ্রকাশ

‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ (ডিপিপি) নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এই দলটির স্লোগান ‘এ লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার’।

শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে দলটি আত্মপ্রকাশ করে।

গণতান্ত্রিক নাগরিক শক্তির চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন ও আশার সঞ্চার হয়েছে জনগণের মাঝে এবং তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। অত্যাচার-জুলুম নির্যাতন থেকে মুক্ত হতে রাজপথে বহু মানুষ আত্মহুতি দিয়েছে।”

৫২ সালের ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন ডিপিপি চেয়ারম্যান।

তিনি বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার, রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও ভারতের আধিপত্যর বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। কোনো দলের নেতৃত্বে এই আন্দোলন হয়নি। ৭১ ও ২৪ সালের স্বাধীনতা নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে। ৫ আগস্টের পর বিপ্লবী সরকার গঠন করলে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন সংবিধান লিখে নতুন যুগের সূচনা শুরু করা যেত। কিন্তু দুর্ভাগ্য রাজনৈতিক শক্তির অভাবে কারণে তা সম্ভব হয়নি।”

তিনি আরো বলেন, “দেশের মানুষ ও মাটির জন্য ড. ইউনূসের মতো লোকের প্রয়োজন। দেশ পরিচালনার জন্য তার মতো যোগ্য ও দক্ষ লোকের প্রয়োজন। স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশে পরিচালনা করেছেন তারা বিদেশি শক্তির দালালি করেছে। তবে আমরা কোনো দল বা দেশের দালালি রাজনীতি করব না বলেও জানান মালেক ফরাজী।”

অনুষ্ঠানে দলের ঘোষণাপত্র পাঠ করেন ডিপিপির যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান। তিনি বলেন, “চলমান পক্ষপাতিত্বের রাষ্ট্র ব্যবস্থার আমূল বদলে দেওয়ার এই স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় নতুন রাজনৈতিক দল ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’-এর আত্মপ্রকাশ ঘোষণা করছি। নতুন রেনেসাঁস, নতুন গণজাগরণ, নতুন রাজনীতি ও মহান নেতৃত্ব সৃষ্টি করে আমাদের জাতি সুস্থ, স্বাভাবিক, সমৃদ্ধশালী, শক্তিমান ও প্রগতিশী হয়ে উঠবে। আজ সবার সম্মুখে দাঁড়িয়ে এই প্রত্যয় এবং প্রতিজ্ঞা ঘোষণা করছি যে, আমরা নানা ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহুস্তরবিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করব ইনশাল্লাহ।”

ডিপিপির যুগ্ম আহ্বায়ক নাহিদ নিয়াজীর সঞ্চালনায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণআজাদী দলের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, প্রফেসর দেওয়ান ইবনে সাজ্জাদ আফজাল খান, গণতান্ত্রিক নাগরিক শক্তির সহসভাপতি জামাল উদ্দিন জামাল প্রমুখ।

ঢাকা/মামুন/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রাম্পকে হত্যা ষড়যন্ত্রের অংশ হিসেবে বাবা–মাকে হত্যাক করেছে মার্কিন কিশোর: এফবিআই
  • পয়লা বৈশাখে তৌহিদবাদী গণসংস্কৃতির দিকে ফিরে আসার আহ্বান হেফাজতে ইসলামের
  • গোলকিপার এদেরসন গোল করিয়েই যাচ্ছেন
  • আবারও বানানো হচ্ছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি`
  • ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: ঢাকায় গড় উপস্থিতি ৮৫ শতাংশ
  • মডেল মেঘনাকে কারাগারে পাঠানোর নিন্দা এমএসএফের
  • জার্মানির ২৮ লাখ নাগরিক জীবনে ইন্টারনেট ব্যবহার করেননি
  • নির্বাচন ও সংস্কার মুখোমুখি করা গণ–অভ্যুত্থান ব্যর্থ করার ষড়যন্ত্র: রাষ্ট্র সংস্কার আন্দোলন
  • ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি`র আত্মপ্রকাশ