৪২ বছর পর কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলা
Published: 13th, March 2025 GMT
সবশেষ ১৯৮৩ সালে ইউরোপ সেরার কোনো প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছিল অ্যাস্টন ভিলা। এরপর গেল ৪২ বছরে সেই গণ্ডিতে আর পা রাখতে পারেনি তারা। অবশেষে পিএসজি ও আর্সেনালের সাবেক কোচ ইউনাই এমরির তত্ত্বাবধানে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো তাদের। দুই লেগ মিলিয়ে ক্লাব বুর্গেকে ৬-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে ভিলান্সরা।
বুর্গের মাঠে ৩-১ গোলে জয় পাওয়া অ্যাস্টন ভিলা বুধবার (১২ মার্চ, ২০২৫) দিবাগত রাতে ঘরের মাঠে জিতেছে ৩-০ ব্যবধানে। অবশ্য গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত। এ সময় লিওন বেইলির বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান মার্কো আসেনসিও।
৫৭ মিনিটের মাথায় বাম পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ান মাতসেন। খুব কাছ থেকে তাকে গোল করতে সহায়তা করেন মর্গান রজার্স। ৬১ মিনিটে মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্টে নিজের জোড়া গোল পূর্ণ করেন আসেনসিও। তাতে ৩-০ ব্যবধানে অ্যাস্টন ভিলার জয় নিশ্চিত হয়। নিশ্চিত হয় ৪২ বছর পর কোয়ার্টার ফাইনাল।
আরো পড়ুন:
রুদ্ধশ্বাস লড়াই জিতে কোয়ার্টার ফাইনালে রিয়াল
লেভারকুজেন কি পারবে ২৩ বছরের অপেক্ষার অবসার ঘটাতে?
সবশেষ ১৯৮৩ সালে ইউরোপিয়ান কাপের শেষ আটে খেলেছিল দ্য ভিলান্সরা। এবার অবশ্য শেষ আটে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসা পিএসজির বিপক্ষে লড়তে হবে এমরির শিষ্যদের।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ ক য় র ট র ফ ইন ল অ য স টন ভ ল ব যবধ ন
এছাড়াও পড়ুন:
৪২ বছর পর কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলা
সবশেষ ১৯৮৩ সালে ইউরোপ সেরার কোনো প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছিল অ্যাস্টন ভিলা। এরপর গেল ৪২ বছরে সেই গণ্ডিতে আর পা রাখতে পারেনি তারা। অবশেষে পিএসজি ও আর্সেনালের সাবেক কোচ ইউনাই এমরির তত্ত্বাবধানে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো তাদের। দুই লেগ মিলিয়ে ক্লাব বুর্গেকে ৬-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে ভিলান্সরা।
বুর্গের মাঠে ৩-১ গোলে জয় পাওয়া অ্যাস্টন ভিলা বুধবার (১২ মার্চ, ২০২৫) দিবাগত রাতে ঘরের মাঠে জিতেছে ৩-০ ব্যবধানে। অবশ্য গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত। এ সময় লিওন বেইলির বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান মার্কো আসেনসিও।
৫৭ মিনিটের মাথায় বাম পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ান মাতসেন। খুব কাছ থেকে তাকে গোল করতে সহায়তা করেন মর্গান রজার্স। ৬১ মিনিটে মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্টে নিজের জোড়া গোল পূর্ণ করেন আসেনসিও। তাতে ৩-০ ব্যবধানে অ্যাস্টন ভিলার জয় নিশ্চিত হয়। নিশ্চিত হয় ৪২ বছর পর কোয়ার্টার ফাইনাল।
আরো পড়ুন:
রুদ্ধশ্বাস লড়াই জিতে কোয়ার্টার ফাইনালে রিয়াল
লেভারকুজেন কি পারবে ২৩ বছরের অপেক্ষার অবসার ঘটাতে?
সবশেষ ১৯৮৩ সালে ইউরোপিয়ান কাপের শেষ আটে খেলেছিল দ্য ভিলান্সরা। এবার অবশ্য শেষ আটে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসা পিএসজির বিপক্ষে লড়তে হবে এমরির শিষ্যদের।
ঢাকা/আমিনুল