তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন
Published: 13th, March 2025 GMT
মেঘনা, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১২ মার্চ) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ওই তিন ব্যাংকে সাত জন করে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করতে ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠন করতে পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছে।
এর মধ্যে এনআরবি ব্যাংকের নতুন গঠিত পরিচালনা পর্ষদের মধ্যে উদ্যোক্তা শেয়ারধারক ইকবাল আহমেদ ওবিই পরিচালক করা হয়েছে। স্বতন্ত্র পরিচালকরা হলেন— গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শেখ মো.
এনআরবিসি ব্যাংকের নতুন গঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়াকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান করা হয়েছে। স্বতন্ত্র পরিচালকরা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আবুল বশর, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, সোনালী ব্যাংক সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. শফিকুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. সৈয়দ আবুল কালাম আজাদ (বয়স ৭৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত) এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মুহাম্মদ এমদাদ উল্লাহ।
মেঘনা ব্যাংকে দুই জনকে পরিচালক করা হয়েছে। তারা হলেন—উদ্যোক্তা শেয়ারহোল্ডার উজমা চৌধুরী এবং তানভীর আহমেদ (ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডের পক্ষে প্রতিনিধি পরিচালক)। স্বতন্ত্র পরিচালকরা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. মামুনুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. রজব আলী, যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম (বয়স ৭৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত), প্রাইম ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আলি আকতার রিজভী।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন আটটিসহ মোট ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। এবার তিনটি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক।
ঢাকা/এনএফ/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আরও ৩ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
বেসরকারি খাতের আরও তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো– এনআরবি কমার্শিয়াল, এনআরবি ও মেঘনা ব্যাংক।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসব ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালকদের অনেকেই পলাতক। সরকার পতনের পর থেকে এ নিয়ে ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করল কেন্দ্রীয় ব্যাংক।