ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হয়ে দেশটির ফুটবলকে চূড়ায় ফেরাতে চেয়েছিলেন রোনালদো নাজারিও। এ কারণে এবার সিবিএফ নির্বাচনে লড়তে চেয়েছিলেন। কিন্তু গতকাল হঠাৎ ভোটে দাঁড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন রোনালদো।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আঞ্চলিক ফেডারেশনগুলোর কাছ থেকে প্রত্যাশিত সমর্থনের অভাবে ব্রাজিলের ফুটবল পরিচালনা কমিটির সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো।

ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ ও দুবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সিবিএফের আগামী নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু এখন আমি আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করছি।’

৪৮ বছর বয়সী এই তারকা এরপর যা লিখেছেন, তাতে মিশে আছে অভিমান, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, এমন বেশির ভাগ মানুষ মনে করেন যে (ব্রাজিলের) ফুটবল ভালো মানুষদের হাতেই আছে।’

আরও পড়ুন১৬ মাস পর ব্রাজিল দলে ফেরার খবর যেভাবে পেলেন নেইমার০৭ মার্চ ২০২৫

ব্রাজিলের ফুটবল ‘গভীর সংকটের’ মুখোমুখি হচ্ছে দাবি করে গত ডিসেম্বরে সিবিএফের শীর্ষ পদে দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন রোনালদো। এমনকি পেপ গার্দিওলাকে কোচ করে আনার ঘোষণাও দিয়েছিলেন।

কিন্তু ব্রাজিলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বকারী ২৭টি আঞ্চলিক ফেডারেশনের মধ্যে ২৩টিই নাকি তাঁর প্রস্তাব শুনতে অস্বীকৃতি জানিয়েছে। এর পরিবর্তে ফেডারেশনগুলো জানিয়েছে, তারা আগামী নির্বাচনে বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজকে সমর্থন দেবে।

২০২২ বিশ্বকাপের পর থেকে নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পরপরই কোচের পদ ছাড়েন তিতে। এরপর নতুন কোচের জন্য লম্বা সময় অপেক্ষায় থাকতে হয় সেলেসাওদের।

অভিমানেই কি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিলেন রোনালদো নাজারিও.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব এফ ফ টবল

এছাড়াও পড়ুন:

দই-চিড়ার স্বাস্থ্য উপকারিতা

ইফতারে এমন খাবার গ্রহণ করা জরুরি যা শরীরে সহজে শক্তি যোগাতে পারে এবং পানিশূন্যতা দূর করে। পুষ্টিবিদ নাহিদা আহমেদ একটি ভিডিও সাক্ষাতকারে বলেন, ‘‘রোজার মাসে কম বেশি গরমের মধ্যে রোজা পড়লে আমাদের পানিশূন্যতা তৈরি হয়। সেজন্য এই সময় খাদ্য তালিকা এমনভাবে সাজাতে হবে যাতে আমাদের পানিশূন্যতা তৈরি না হয়। ইফতারে সর্ব প্রথম খেজুর মুখে দিতে পারেন। এরপর সামান্য পানি পান করতে হবে। এরপর মৌসুমী ফলের জুস পান করতে পারেন। এরপর দই চিড়া খেতে পারেন। দই চিড়া পুষ্টিকর খাবার এবং এটি শক্তি যোগাতে সাহায্য করে।’’

দই-চিড়ার নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে—

১. দই-চিড়া খেলে দ্রুত শক্তি পাওয়া যায়। এতে ক্যালরির মাত্রা খুব বেশি নয়। ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।

২. দই-চিড়া সহজে হজম হয়। এই খাবার অন্যান্য খাবার হজমেও সহায়তা করে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।

৩. লাল চিড়ায় থাকে আঁশ। লাল চিড়া কেলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ হয় আবার পেটও ভরা থাকে।

৪.  দিনে রোজা রাখার পর ইফতারে দই-চিড়া খেলে এতে থাকা আমিষ সহজেই শরীরকে সতেজ করে তুলতে পারে।

পুষ্টিবিদদের পরামর্শ, দই-চিড়ার সঙ্গে কলা বা অন্যান্য ফলও যোগ করে খাওয়া যায়। এতে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ আরও বেড়ে যায়। বিশেষ করে দই চিড়ার সঙ্গে কলা যোগ করতে পারেন।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • আমি মনে করি, আমার জায়গায় আমি এক নম্বর: বাপ্পারাজ
  • এখন আমার সেই সময় নাই: বাপ্পারাজ
  • সিঁদুর পরাতে গিয়ে হাত কেঁপেছিল বরের, এরপর কনে যে সিদ্ধান্ত নিলেন
  • অবিশ্বাস্য নাটকীয়তার পর আতলেতিকোকে হারিয়ে শেষ আটে রিয়াল
  • মা-ছেলে নিখোঁজ, অপরিচিত ব্যক্তি ফোনে বললেন ‘তারা ভালো আছেন’
  • রাজধানী থেকে নিখোঁজ মা-ছেলে 
  • শুবমান গিল ফেব্রুয়ারির সেরা খেলোয়াড়, নারীদের সেরা কিং
  • প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে ধর্ষণ, মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ
  • দই-চিড়ার স্বাস্থ্য উপকারিতা