মাদারীপুরে দুই ভাইসহ তিনজনকে হত্যা মামলার প্রধান আসামিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত মঙ্গলবার রাতে তাদের পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-৮ ও র‍্যাব-৪ যৌথভাবে মঙ্গলবার গভীর রাতে ঢাকার আশুলিয়ায় অভিযান চালায়। এ সময় কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তিনজনকে হত্যা মামলার প্রধান আসামি হোসেন সরদারকে (৬০) গ্রেপ্তার করে তারা। অন্যদিকে মাদারীপুর র‍্যাব ক্যাম্পের একটি দল একই রাতে শরীয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে অপর আসামি সুমন সরদারকে (৩৩) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এর আগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এ হত্যার ঘটনা গণমাধ্যমে প্রচারিত হলে র‌্যাব-৮ এর নজরে আসে। তারা আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এ মামলার আসামিরা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে র‍্যাব-৪ এর সহযোগিতায় তারা প্রধান আসামি হোসেন সরদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একইভাবে শরীয়তপুরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত অন্যতম আসামি সুমন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হোসেন সরদার নিহত সাইফুল সরদার ও আতাউর সরদারের চাচা মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরের মৃত আছমত আলী সরদারের ছেলে। গ্রেপ্তার সুমন সরদার সদর উপজেলার বাবনাতলা এলাকার হাছেন সরদারের ছেলে।

গত শনিবার মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকায় অবৈধ বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাই সাইফুল সরদার (৩৫) ও আতাউর সরদার (৪০) এবং চাচাতো ভাই পলাশ সরদারকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়। তিনজনকে হত্যার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। নিহত দুই ভাইয়ের মা সুফিয়া বেগম পরদিন রোববার সকালে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর ন সরদ র ত নজনক র সদর

এছাড়াও পড়ুন:

ট্রাম্পের নজরে পরা গ্রিনল্যান্ডের সাধারণ নির্বাচন আজ

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে আজ মঙ্গলবার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত বাইরের বিশ্ব গ্রিনল্যান্ডের নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ দেখায় না। তবে এবার পরিস্থিতি ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কারণে এই নির্বাচন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে।

গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরেই ডেনমার্কের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দ্বীপটির ওপর নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেছেন। ২০১৯ সালে প্রথমবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেওয়ার পর এবারের নির্বাচনের আগেও তিনি বলেছেন, "জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের দরকার। যেকোনো উপায়ে আমরা এটি অর্জন করব।"

গ্রিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী মুট এগেদে ট্রাম্পের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “আমরা সম্মানজনক আচরণ পাওয়ার যোগ্য, কিন্তু ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে যা করছেন, তা সম্মানজনক নয়।”

এই নির্বাচনে ছয়টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। গ্রিনল্যান্ডের ৩১ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ১৬টি আসন প্রয়োজন।

বর্তমানে ক্ষমতায় রয়েছে দুই দলের জোট সরকার—বামপন্থী কমিউনিটি অব দ্য পিপল (আইএ) ও ফরোয়ার্ড (এস)। তবে নির্বাচনের ফল কী হবে, তা নিয়ে নির্ভরযোগ্য কোনো জরিপ নেই।

যে ছয়টি দল নির্বাচনে লড়ছে, তার মধ্যে পাঁচটি গ্রিনল্যান্ডের স্বাধীনতার পক্ষে। তবে তারা স্বাধীনতা অর্জনের সময়সীমা নিয়ে বিভক্ত। ডেনমার্ক থেকে দ্রুত স্বাধীনতা চায় কিছু দল, আবার কিছু দল দীর্ঘমেয়াদি পরিকল্পনার পক্ষে।

গ্রিনল্যান্ড কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি, দ্বীপটিতে প্রচুর অব্যবহৃত খনিজ সম্পদ রয়েছে, যা বৈশ্বিক শক্তিগুলোর নজর কেড়েছে।

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কিত এই নির্বাচন শুধু দ্বীপটির অভ্যন্তরীণ রাজনীতির জন্যই নয়, আন্তর্জাতিক রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নির্বাচনের ফলাফল আগামীকাল বুধবার সকাল নাগাদ পাওয়া যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • কানাডার ইস্পাতের ওপর আরো শুল্ক বৃদ্ধির নির্দেশ ট্রাম্পের
  • ট্রাম্পের নজরে পরা গ্রিনল্যান্ডের সাধারণ নির্বাচন আজ