প্রকল্প পরিচালকের চাপে অফিসছাড়া ৫ কর্মকর্তা
Published: 13th, March 2025 GMT
বিতর্ক পিছু ছাড়ছে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের। শুরু থেকে অনিয়মের অভিযোগ ওঠা প্রায় ৩ হাজার কোটি টাকার প্রকল্পটি এখনও হাঁটছে সে পথেই। ২০২০ সালে শুরু হওয়া পাঁচ বছরের প্রকল্পে এরই মধ্যে অনিয়ম-দুর্নীতির কারণে তিন পরিচালক বদল করা হলেও শৃঙ্খলা ফেরেনি।
গত ১৫ ফেব্রুয়ারি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে চতুর্থবারের মতো পরিচালক বদল করা হয়। নতুন নিয়োগ পান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নারায়ণগঞ্জের কৃষি প্রকৌশলী মঞ্জুর-উল-আলম। পরদিন ১৬ ফেব্রুয়ারি তিনি চেয়ারে বসেই তুলকালাম কাণ্ড করে বসেন। কোনো সরকারি আদেশ ছাড়াই প্রকল্পের দুই উপপ্রকল্প পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে অফিসছাড়া করেন।
২০২০ সালে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প পরিচালক ছিলেন বেনজীর আলম। সেই সময় থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। তখন তাঁকে উল্টো পদোন্নতি দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়। এর মাস ছয়েক পর নতুন প্রকল্প পরিচালকের দায়িত্ব পান তারিক মাহমুদুল ইসলাম। পরে তাঁকে সরিয়ে মোহাম্মদ সফিউজ্জামানকে প্রকল্প পরিচালক করা হয়। গত ডিসেম্বরে তারিক মাহমুদুলসহ সংশ্লিষ্ট আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে কৃষি মন্ত্রণালয়।
গত ১৫ ফেব্রুয়ারি মোহাম্মদ সফিউজ্জামানের স্থলাভিষিক্ত হন কৃষি প্রকৌশলী মঞ্জুর-উল-আলম। পরদিন তিনি চেয়ারে বসেই উপপ্রকল্প পরিচালক শফিকুল ইসলাম শেখ, উপপ্রকল্প পরিচালক আলতাফুন নাহার, সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার মুহাম্মদ কুরবান আলী, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার আফছার আহমেদ রাজিন ও মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার জুলফিকার আলী ভুট্টোর কক্ষের নামফলক খুলে ফেলেন। অভিযোগ রয়েছে, কর্মকর্তাদের কাছ থেকে তাদের কক্ষের চাবি নিয়ে অফিস ত্যাগ করার নির্দেশ দেন প্রকল্প পরিচালক।
এদিকে পাঁচ কর্মকর্তাকে অফিস কক্ষ থেকে বের করে দেওয়ার কয়েক দিন পর দুই উপপ্রকল্প পরিচালকের কক্ষে নতুন দু’জনকে বসানো হয়েছে। অথচ দুই প্রকল্প পরিচালককে এখনও নিয়ম অনুযায়ী বদলি কিংবা অব্যাহতি দেওয়া হয়নি। আর নতুন যে দুই কর্মকর্তা অফিস করছেন, তারাও প্রকল্পে নিয়োগের কোনো নির্দেশনা পাননি।
এ বিষয়ে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের পরিচালক মঞ্জুর-উল-আলম বলেন, ‘আমি কাউকে জোর করে রুম থেকে বের করিনি। কর্মকর্তাদের বলেছি, অফিস শেষে চাবি যেন আমার কাছে রেখে যান। কারণ, হঠাৎ করে কোনো কাগজপত্রের দরকার হতে পারে। এ ছাড়া সব কক্ষেই নতুন নামফলক লাগানো হবে। ফলে পুরোনো নামফলক খুলে নেওয়া হয়েছে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: খ ম রব ড় য ন ত র ক করণ প রকল প কর মকর ত
এছাড়াও পড়ুন:
আইপিএলের প্রথমভাগে বেঞ্চে থাকবেন ‘গতি তারকা’ মায়াঙ্ক
আইপিএলের ১৮তম আসর বসতে যাচ্ছে রবিবার (২২ মার্চ, ২০২৫) থেকে। ফ্র্যাঞ্চাইজি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এই আসরের খেলা মাঠে গড়ানোর আগে বড় ধাক্কা লাগল লক্ষ্ণৌ সুপারজায়ান্টে। দলটির গতি তারকা মায়াঙ্ক যাদব যে, আইপিলেরে প্রথমাংশে বেঞ্চে বসে থাকবেন।
কয়েকদিন আগে নিশ্চিত হয় যে, আইপিএলে প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না জাসপ্রীত বুমরাহ। এ বার সেই চোটের কারণেই মাঠে নামতে অপেক্ষা করতে হবে মায়াঙ্কেরও। তার পেশির চোট এখনও পুরোপুরি সারেনি। ঠিক কোন সময়ে তিনি আইপিএল খেলতে পারবেন, তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে প্রথম ছয়-সাতটি ম্যাচ লক্ষ্ণৌর এই পেসার খেলতে পারবেন না।
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলা প্যাট কামিন্স খেলবেন আইপিএলে
মুজিব যেভাবে আইপিএলে
শেষ এক বছরে একের পর এক চোটে পড়েছেন মায়াঙ্ক। গত মৌসুমে ঘন্টায় প্রায় ১৫৭ কিলোমিটার গতিতে বল করে নজর কেড়েছিলেন তিনি। যে কারণে লক্ষ্ণৌ, জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে তোলেনি এই গতি তারকাকে। ধরে রেখেছিল বিশাল পরিমাণ অর্থ ব্যয় করে।
এদিকে মায়াঙ্ককের চোটের ব্যাপের বিবৃতি দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। তাকে পুরোপুরি সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি। লক্ষ্ণৌর ডিরেক্টর অফ ক্রিকেট জাহির খান ক্রিকইনফোকে বলেন, “আমরা চাই মায়াঙ্ক ১০০ শতাংশ নয়, বরং ১০০ শতাংশ ফিট হয়ে খেলতে নামুক।”
২০২৩ সালের লক্ষ্ণৌ মায়াঙ্ককে কিনেছিল মাত্র ২০ লক্ষ রুপিতে। তবে চোটের কারণে একটি ম্যাচও খেলা হয়নি তার। তার অভিষেক হয়েছিল গত মৌসুমে। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে তিন উইকেট নিয়েছিলেন। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও নিয়েছিলেন তিন উইকেট। পর পর দু’ম্যাচে সেরা হয়েছিলেন তিনি। তবে চোটের কারণে মাত্র চার ম্যাচ খেলেই থেমেছিল তার আইপিএল যাত্রা। সেটাই যথেষ্ঠ ছিল এই ২২ বছর বয়সী পেসারের জাতীয় দলে ঢুকার জন্য। বাংলাদেশের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টি সিরিজে ৪ উইকেট নেন, সাথে দেখান গতির ঝলক। সেই প্রতিশ্রুতি দেখেই ১১ কোটি টাকা দিয়ে মায়াঙ্ককে ধরে রাখে লক্ষ্ণৌ।
আইপিএলে লক্ষ্ণৌ প্রথম ম্যাচ ২৪ মার্চ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে তারা।
ঢাকা/নাভিদ