‘যাঁরা বলটিকে নড়তে দেখেছেন, দয়া করে হাত তুলুন’
Published: 13th, March 2025 GMT
‘স্টেডিয়ামে যাঁরা ছিলেন এবং তাঁকে বলটি দ্বিতীয়বার স্পর্শ করতে দেখেছেন, বলও নড়েছে, দয়া করে তাঁরা হাত তুলুন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি এই অনুরোধ জানান আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। কিন্তু কেউ হাত তোলেননি। সিমিওনে তাই পরের প্রশ্নোত্তরে চলে যান।
কিন্তু যে প্রশ্ন আর্জেন্টাইন কোচ রেখে গেলেন, তা নিয়ে এখন উত্তাল চ্যাম্পিয়নস লিগ। মেত্রোপলিতানো স্টেডিয়ামে গতকাল রাতে টাইব্রেকার থেকেই বিতর্কের শুরু। সংবাদ সম্মেলনেও তার রেশ থাকাই স্বাভাবিক। তবে টাইব্রেকারে হুলিয়ান আলভারেজ বলটি দ্বিতীয়বার স্পর্শ করেছিলেন কি না, তা নিয়ে তর্ক-বিতর্ক যে বেশ কিছুদিন চলবে এতে কোনো সন্দেহ নেই।
চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ফিরতি লেগে কাল রাতে আতলেতিকোর মাঠে ১-০ গোলে হারে রিয়াল। দুই লেগ মিলিয়ে ২-২ গোলে দুই দল সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও জয়-পরাজয় নির্ধারিত না হওয়ায় টাইব্রেকারে যেতে হয় মাদ্রিদের চির বৈরী অথচ প্রতিবেশী দুই দলকে। ৪-২ গোলে টাইব্রেকার জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল।
আলভারেজের বাঁ পা কি লেগেছিল বলে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিয়ের ৮ বছর পর সাগরিকা-জহিরের ঘরে এলো নতুন অতিথি
বিয়ের ৮ বছর সন্তানের মা-বাবা হলেন ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগ ও ক্রিকেটার জহির খান। বুধবার (১৬ এপ্রিল) সুখবরটি সামাজিক মাধ্যমে যৌথভাবে শেয়ার করেছেন তারা।
আজ দুপুরে ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন এই দম্পতি। যেখানে দেখা যায়, জহিরের কোলে সদ্যোজাত পুত্রসন্তান। দু’জনকে জড়িয়ে ধরে আছেন সাগরিকা।
পোস্টের ক্যাপশনে লেখা, ‘ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পরম শক্তিমানের আশীর্বাদে কোল আলো করে এসেছে আমাদের সন্তান ফাতেহসিন খান।’
View this post on InstagramA post shared by Sagarika Z Ghatge (@sagarikaghatge)
এই দম্পতির মা-বাবা হওয়ার খবরে অভিনন্দনে ভাসিয়েছেন ভক্তরা। এছাড়া তারকারাও বিভিন্ন শুভেচ্ছাবার্তা দিয়েছেন। যেখানে রয়েছেন হুমা কুরেশি, আথিয়া শেঠি, ডায়না পেন্টি থেকে শুরু করে সুরেশ রায়না ও আকাশ চোপড়ার মতো ক্রিকেটাররাও।
ভারতীয় হকি খেলোয়াড়ের চরিত্রে চাক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছেন সাগরিকা। তার চরিত্রের নাম ছিল প্রীতি। অন্যদিকে জহির খান ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার।
দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের নভেম্বরে বিয়ে করেন এই জহির-সাগরিকা। বিয়ের ৮ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।