পুলিশকে হুমকি দিয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা আটক
Published: 13th, March 2025 GMT
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের এক উপপরিদর্শককে হুমকি দিয়ে সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজা। সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির ওই ভিডিও ভাইরাল হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় এ হুমকির ঘটনায় পুলিশ শাওনকে আটক করে থানায় নিয়ে গেছে।
গতকাল বুধবার তাঁকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী। তিনি জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওনকে সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মী বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা রয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এ তথ্য জানিছেন।
ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, শাওনকে পুলিশের এক এসআই একটি অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে বলেন। এ সময় কাবী দাম্ভিকতার সঙ্গে এসআইকে বলেন, ‘আমি যাব না; আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে। আমি মনজিল ভাইয়ের শ্যালক, আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট।’ শাওন যার কথা উল্লেখ করেছেন, সেই মনজিল ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
থানায় অভিযোগ দেওয়া নুরে আলম বলেন, ‘আমরা প্রাইভেটকারে লক্ষ্মীপুরের রায়পুর থেকে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদগঞ্জে বেড়াতে যাচ্ছিলাম। বর্ডার নামক স্থানে আমাদের গাড়ির সামনে থাকা লরিকে ওভারটেকের চেষ্টা করলে ডানপাশে সামনে থেকে আরেকটি গাড়ি আসতে দেখি। এ জন্য আমাদের গাড়ি এগোতে পারছিল না। এতে পেছনে থাকা মোটরসাইকেল পড়ে যায়। এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। পরে গৃদকালিন্দিয়ার জোড়কবর নামক স্থানে বাইক আরোহীরা আমাদের গাড়ির গতিরোধ করেন।’ তিনি বলেন, ‘এক পর্যায়ে তৃতীয় পক্ষ হিসেবে শাওন ঘটনাস্থলে এসে বাগ্বিতণ্ডায় জড়ান। তিনি আমাদের হেনস্তা করেন। বাধ্য হয়ে আমরা বিষয়টি পুলিশকে জানাই। এর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে এলে শাওন দাম্ভিকতার সঙ্গে কথা বলেন।’
হেনস্তার শিকার চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশ বলেন, ‘বর্ডার নামক স্থানে প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেল থেকে পড়ে দুজন আহত হন। পরে কয়েক যুবক তাদের জিম্মি করলে তারা পুলিশের কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতেই আমরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাকে থানায় আসতে বললে তিনি ওসিকে আসতে বলেন। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি।’
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মো.
ছাত্রদল নেতা তন্ময় দত্ত গ্রেপ্তার
চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা তন্ময় দত্তকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁকে পুরানবাজার লোহারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উৎস: Samakal
কীওয়ার্ড: আটক ছ ত রদল র আম দ র
এছাড়াও পড়ুন:
পিএসএল অভিষেকে উজ্জ্বল রিশাদ
ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজের অভিষেকে দু্যতি ছড়ালেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রোববার লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। টানা বোলিং স্পেলে ১০টি ডট বল খেলান বাংলাদেশের লেগ স্পিনার। অভিষেকে উজ্জ্বল পারফরম্যান্স কেড়ে নিয়েছেন সবার নজর। জিতেছে তার দল লাহোরও।
রাওয়ালপিণ্ডিতে আগে ব্যাটিংয়ে নেমে লাহোর ২১৯ রান করে। জবাব দিতে নেমে ১৪০ রানে গুটিয়ে যায় কোয়েটা। ৭৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় লাহোর।
দেশের বাইরে এর আগে বিগ ব্যাশ, জিম আফ্রো টি-টোয়েন্টি এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। কিন্তু নানা কারণে খেলার সুযোগ মেলেনি তার। এবার পিএসএলে তাকে পুরো আসর খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।
লেগ স্পিনার লাহোরের হয়ে কতটা গুরুত্বপূর্ণ তা প্রথম ম্যাচে বুঝিয়ে দিয়েছেন। রিশাদ যখন বোলিংয়ে আসেন তখন পরিস্থিতি অনুকূলে ছিল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভারে ৫৪ রান তুলতে ৪ উইকেট হারায় কোয়েটা।
সপ্তম ওভারে বোলিং করতে এসে নিজের প্রথম ওভারে ৭ রান দেন রিশাদ। হজম করেননি কোনো বাউন্ডারি। দ্বিতীয় ওভারে বাউন্ডারি হজমের সঙ্গে উইকেটেরও স্বাদ পান। তার চতুর্থ বলে ছক্কা ওড়ান রাইলি রুশো। পরের বল একটু দ্রুতগতিতে সিমের ওপর দিয়েছিলেন রিশাদ। তাতে উইকেট হারান রুশো। বিপজ্জনক এই ব্যাটসম্যানকে ফিরিয়ে রিশাদ দলের জয়ের পথ মসৃণ করেন।
২২ বছর বয়সী বোলার তৃতীয় ওভারে দেন ৯ রান। চতুর্থ ওভারে পান জোড়া সাফল্য। মোহাম্মদ আমিরকে বোল্ড করার পর আবরার আহমেদকে ডিপ স্কয়ার লেগে তালুবন্দি করান। তাতে ৩১ রানে রিশাদের প্রাপ্তি ৩ উইকেট। এর আগে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১ বল খেলার সুযোগ পান। ১ রানে অপরাজিত থাকেন তিনি।
লাহোরের এই ম্যাচের জয়ের নায়ক ফখর জামান। ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করেন তিনি। এছাড়া শেষ দিকে স্যাম বিলিংস ১৯ বলে ৫০ করেন ৪টি করে চার ও ছক্কায়। আগামী মঙ্গলবার করাচির মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাহোর।
ঢাকা/ইয়াসিন