বরিশাল পুলিশের এডিসি রাশেদুল চার দিন ধরে নিখোঁজ!
Published: 13th, March 2025 GMT
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম ৪ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি কেনো কর্মস্থলে আসছেন না এ বিষয়ে কারো কাছে কোন তথ্য নেই।
জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ। সে ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি বিএমপি পুলিশের এডিসি রাশেদুল ইসলাম। ওই মামলায় তার বিরুদ্ধে একটি আদালতে ওয়ারেন্ট হয়। গ্রেপ্তার এড়াতে তিনি নিজেকে আত্মগোপন করে থাকতে পারে বলে মনে করছে বিএমপি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশশ কমিশনার মো.
তিনি বলেন, “খোঁজ নিয়ে জানা গেছে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় রাশেদুল ইসলামকে আসামি করা হয়েছে। ওই মামলায় ঢাকার একটি আদালতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি পুলিশ হেড কোয়ার্টার্সকে টিঠি দিয়ে জানানো হয়েছে। এ বিষয়ে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।”
পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, গত রোববার (৯ এপ্রিল) দুপুর দুইটার দিকে নগরের শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান এডিসি রাশেদুল ইসলাম। তারপর থেকেই তার ব্যাবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের সময় তিনি ঢাকার খিলগাঁও জোনে এডিসি হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন। ওই সময়ে ঢাকার রামপুরা এলাকায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা এক ছাত্রকে গুলি করার ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি এডিসি রাশেদ। ঢাকার মামলায় গ্রেপ্তার থেকে বাঁচতে বরিশাল থেকে তিনি পালিয়ে গেছেন, এমন খবর শোনা যাচ্ছে।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন এডিসি রাশেদুল ইসলাম।
ঢাকা/পলাশ/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র শ দ ল ইসল ম বর শ ল
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভি
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির ও বিএনপি নেতা নাসিম আবেদীনের বিরুদ্ধে।
একদিকে বিদ্যালয়ের জমি দখলের খবরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী।
জমি দখলের খবরে ছুটে আসেন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ফতুল্লার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় জাফর সাদিক জমি দখল করে স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের ডেকে বিদ্যালয়ের জমি ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে সদর ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, আমি জমি দখলদার ডেকে তিনদিনের মধ্যে জমির দখল মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছি। অন্যথায় তাঁদের বিরুদ্ধে মামলা হবে।