গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ১২ বাসযাত্রী আহত
Published: 13th, March 2025 GMT
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় চাপ্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে অন্তত ১২ যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা/বাদল/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গামছা কীভাবে বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ হয়ে উঠল
সুমন ইউসুফ