কোয়ার্টারের আট দল চূড়ান্ত, কে কার মুখোমুখি
Published: 13th, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। টাইব্রেকারে জিতে রিয়াল মাদ্রিদ ও পিএসজি শেষ আটে পা রেখেছে। অন্যদিকে আর্সেনাল, অ্যাস্টন ভিলা বড় ব্যবধানে জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। বায়ার্ন মিউনিখ কিংবা বার্সেলোনারও দুর্ভোগ পোহাতে হয়নি। নির্ধারিত সময়ের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ও লিলির ম্যাচটাই কেবল জমে উঠেছিল। যেখানে জার্মান ক্লাবটি ৩-২ গোলে জিতে শেষ আটে এসেছে।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ে বুধবার রাতে রিয়াল মাদ্রিদ টাইব্রেকারে ৪-২ ব্যবধানে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে শেষ আটে এসেছে। আর্সেনাল দ্বিতীয় লেগে ২-২ গোলে পিএসভির সঙ্গে সমতা করে। তবে প্রথম লেগে ৭-১ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলে জিতেছে।
অ্যাস্টন ভিলা ক্লাব ব্রুগের বিপক্ষে দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে। প্রথম লেগে ইংলিশ ক্লাবটি ৩-১ গোলে জিতেছিল। দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে জিতেছে উনাই এমেরির দল। এর আগে টাইব্রেকারে লিভারপুলকে হারিয়েছে পিএসজি। বায়ার্ন দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে বায়ার লেভারকুসেনকে হারিয়েছে। ইন্টার মিলান দুই লেগে ৪-১ গোলে ফায়েনুর্ডকে হারিয়ে শেষ আটে এসেছে।
কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনালকে। বার্সেলোনা পেয়েছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে। অ্যাস্টন ভিলা খেলবে পিএসজির বিপক্ষে। বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান মুখোমুখি হবে।
আট দল আগামী ৮ ও ৯ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ এবং ১৫ ও ১৬ এপ্রিল দ্বিতীয় লেগে মাঠে নামবে।
প্রথম লেগে ৮ এপ্রিল মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। পরদিন পিএসজি ও অ্যাস্টন ভিলা এবং বার্সেলোনা ও ডর্টমুন্ডের ম্যাচ মাঠে গড়াবে। দ্বিতীয় লেগে ১৫ এপ্রিল পিএসজি ও অ্যাস্টন ভিলা এবং বার্সেলোনা ও ডর্টমুন্ড মুখোমুখি হবে। ১৬ এপ্রিল রিয়াল ও আর্সেনাল এবং বায়ার্ন ও ইন্টার মিলানের ম্যাচ। কোয়ার্টারের দুই লেগ মিলিয়ে জয়ী দল যাবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসজ ইন ট র ম ল ন অ য স টন ভ ল প রথম ল গ আর স ন ল ফ ইন ল শ ষ আট প এসজ
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে বিনা ভোটে জয়ী হচ্ছেন সবাই
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি- সাধারণ সম্পাদকসহ ২১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা। আগামী ১৬ এপ্রিল সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার প্রক্রিয়া চলছে।
আওয়ামী সমর্থিত প্রার্থীদের অভিযোগ, নির্বাচনে অংশ নিতে তারা ফরম নিতে পারেননি। ফরম নিতে বাধার সম্মুখীন হয়েছেন বলেও জানান তারা।
গতকাল শুক্রবার (১১ এপ্রিল) ছিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই দিন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবগুলো পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাওয়া যায়নি।
আরো পড়ুন:
নির্বাচনী প্রচারে পোস্টার না রাখার কথা ভাবছে ইসি
বাপ ডাইক্কা নির্বাচন দেওন লাগব, বললেন বিএনপির ফজলুর রহমান
মুখ্য নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট তারিক আহমদ জানান, ২১টি পদের জন্য ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে সবগুলোই উৎরে গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সবাইকে বিজয়ী ঘোষণা করা হবে।
মনোননয়ন জমা দেওয়া ২১টি পদের মধ্যে ১৪টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা হলেন- সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী মো. সিরু, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফী বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মঞ্জুর হোসেন এবং সদস্য আহসান উল্লাহ, আসমা খানম, বিবি ফাতেমা, মেজবাহ উল আলম, রায়হানুল ওয়াজেদ চৌধুরী, রাহিলা গুলশান ও সাজ্জাদ কামরুল হোসেন।
সাতটি পদে জামায়াত সমর্থিত প্রার্থীরা হলেন- সহ-সভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুস, সহ-সম্পাদক ফজলুল বারী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার এবং সদস্য শাহেদ হোসেন, হেলাল উদ্দিন, রোবায়তুল করিম ও মোহাম্মদ মোরশেদ।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সভাপতি প্রার্থী আইনজীবী মো. আবদুর রশীদ লোকমান বলেন, “নির্বাচনে অংশ নিতে আমরা ফরম নিতে পারিনি। দুপুর ও বিকেলে আমরা দুই দফায় সমিতির লাইব্রেরি থেকে মনোনয়ন ফরম কিনতে গিয়ে বাধার শিকার হয়েছি।”
বিএনপি-জামায়াতপন্থী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, “আমরা ২১ জন ফরম নিয়েছি। অন্যরা ফরম না নিলে আমাদের তো কিছু করার নেই। তাদের সৎ সাহস নেই। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যারা ছাত্র-জনতার ওপর লাঠি নিয়ে হামলা করেছিল, তারা নানা অপপ্রচার চালাচ্ছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ