গতকাল বুধবার খবর মেলে, বাংলাদেশের সিনেমায় কাজ করছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। আগের দিন মঙ্গলবার তিনি ‘ফোর্স’ নামের এ সিনেমায় চুক্তিবদ্ধ হন। পরিচালক আসিফ ইকবাল জুয়েল নিজেই জানিয়েছেন, পাকিস্তানের এই মডেলকে নিয়ে সিনেমা বানানোর খবর। হঠাৎ দেশের সিনেমায় পাকিস্তানের মডেল কেন? গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটা নিয়ে আলোচনা করেছেন।

পরিচালক আসিফ ইকবাল জানান, এ সিনেমায় পাকিস্তানের এই মডেলকে পুলিশের চরিত্রে দেখা যাবে। এক নারীর প্রতিশোধের গল্প ঘিরে এই সিনেমা। সিনেমায় পাকিস্তানের মডেলকে নেওয়ার কারণ জানতে চাইলে এ তরুণ নির্মাতা জানান  ‘পুলিশ চরিত্রের জন্য আমরা অনেক দিন ধরে নারী অভিনয়শিল্পী খুঁজছিলাম। আমাদের চাওয়া ছিল, নিয়মিত জিম করেন, এমন একজন অভিনয়শিল্পী, যিনি মারপিট করতে পারবেন, যাঁকে দেখতে পরিশ্রমী মনে হবে, মুখটা হতে হবে লম্বাটে, চোয়াল কিছুটা ভাঙা—মোটকথা, যে মেয়েটাকে অ্যাকশনে মানায়। অনেক খোঁজার পর আমরা পাকিস্তানের মডেলকে পছন্দ করেছি।’

মডেল ও অভিনেত্রী জারা আহমেদ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম হাদিসুল ইসলাম (৫১)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উমরপুর শ্যামপুর মধ্যপাড়া গ্রামে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাদিসুল মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত বছরের ৭ জুলাই থেকে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পাঠানো হয়। এরপর তাকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে শনিবার (১২ এপ্রিল) তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। 
 

আরো পড়ুন:

ছেলে সন্তানের জন্ম দিল ‘ধর্ষণের শিকার’ কিশোরী

কুষ্টিয়া মেডিকেল কলেজে রোগী ভর্তি শুরু 

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত নিবন্ধ