পাকিস্তানের এই মডেলকে বাংলা সিনেমায় নেওয়ার কারণ জানালেন পরিচালক
Published: 13th, March 2025 GMT
গতকাল বুধবার খবর মেলে, বাংলাদেশের সিনেমায় কাজ করছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। আগের দিন মঙ্গলবার তিনি ‘ফোর্স’ নামের এ সিনেমায় চুক্তিবদ্ধ হন। পরিচালক আসিফ ইকবাল জুয়েল নিজেই জানিয়েছেন, পাকিস্তানের এই মডেলকে নিয়ে সিনেমা বানানোর খবর। হঠাৎ দেশের সিনেমায় পাকিস্তানের মডেল কেন? গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটা নিয়ে আলোচনা করেছেন।
পরিচালক আসিফ ইকবাল জানান, এ সিনেমায় পাকিস্তানের এই মডেলকে পুলিশের চরিত্রে দেখা যাবে। এক নারীর প্রতিশোধের গল্প ঘিরে এই সিনেমা। সিনেমায় পাকিস্তানের মডেলকে নেওয়ার কারণ জানতে চাইলে এ তরুণ নির্মাতা জানান ‘পুলিশ চরিত্রের জন্য আমরা অনেক দিন ধরে নারী অভিনয়শিল্পী খুঁজছিলাম। আমাদের চাওয়া ছিল, নিয়মিত জিম করেন, এমন একজন অভিনয়শিল্পী, যিনি মারপিট করতে পারবেন, যাঁকে দেখতে পরিশ্রমী মনে হবে, মুখটা হতে হবে লম্বাটে, চোয়াল কিছুটা ভাঙা—মোটকথা, যে মেয়েটাকে অ্যাকশনে মানায়। অনেক খোঁজার পর আমরা পাকিস্তানের মডেলকে পছন্দ করেছি।’
মডেল ও অভিনেত্রী জারা আহমেদ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রঙের ব্যবসা ৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে
ছবি: কবির হোসেন