দুই হাত বেঁধে গাছে ঝুলিয়ে লাথি-ঘুষি, ভিডিও ভাইরাল
Published: 13th, March 2025 GMT
নারায়ণগঞ্জে ছিনতাইকারী অপবাদ দিয়ে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গাছে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক যুবকের দুই হাত বেঁধে গাছে ঝোলানো হয়েছে। এ অবস্থায় কয়েকজন যুবক তাকে লাথি, ঘুষি মারছে। ঘটনাটি অনেকে মোবাইল ফোনে ধারণ করছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চায়ের দোকানি আজাদ মিয়া বলেন, ‘ছিনতাইকারী বইলা এক ছেলেরে মারতে মারতে শহীদ মিনারে নিয়া আসা হয়। পরে তাকে গাছে বেঁধেও মারধর করা হয়। লাঠি, রড দিয়ে পেটানো হয়। বেশ কিছুক্ষণ মারধরের পর তাকে ছেড়ে দেওয়া হয়।’
প্রায় সময়ই শহীদ মিনারে চোর, ছিনতাইকারী অভিযোগ তুলে মারধরের ঘটনা ঘটে বলে জানান এ চা দোকানি।
কিশোর-যুবক বয়সী ছেলেদের মারামারির ঘটনাও শহীদ মিনারের রোজকার হয়ে গেছে বলে জানান আশেপাশের দোকানিরা। গত ৯ মার্চ শহীদ মিনারের পাশের ভাষা সৈনিক সড়কে তর্কের জেরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে।
যোগাযোগ করা হলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, তারা দেরিতে খবর পেয়েছিলেন। ভুক্তভোগী যুবক ও ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ পাওয়া যায়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম রধর র ঘটন
এছাড়াও পড়ুন:
আ.লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া মুরাদ রিমান্ডে
ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং দলটির ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমানের পল্টন মডেল থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর আজিজুল হক সুমন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আরো পড়ুন:
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির কারাগারে
খুলনায় আ. লীগ নেতাকে আটক করে ছেড়ে দিয়েছে পুলিশ
আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ডের আদেশ দেন।
পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রোকনুজ্জামান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা থেকে শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
জানা যায়, গত ৬ এপ্রিল সকাল ৭টার দিকে পল্টন মডেল থানা এলাকায় রাস্তায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং তাদের সহযোগী অঙ্গসংগঠন নিয়ে মিছিল করে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা এবং ক্ষতিসাধনের চেষ্টা করে। ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করতে সমবেত হয়। তারা সরকার বিরোধী স্লোগান দিয়ে সমাবেশের চেষ্টা করছিল। পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যান। এ ঘটনায় ওই দিনই পুলিশ পল্টন মডেল থানায় মামলা করে।
ঢাকা/এম/এসবি