কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর বাজারে সড়কের পাশে বসে কান্না করছিলেন এক গৃহবধূ। বুধবার বেলা পৌনে দুইটার দিকে ওই গৃহবধূর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর নাম রোকেয়া বেগম (৪০)। তিনি চাঁনপুর মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে মুনাফার আশায় ৩০ লাখ টাকা জমা রেখেছিলেন। সেই কার্যালয়ে এখন তালা ঝুলছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো.

শাহ আলমও উধাও। এত টাকা খোয়ার আশঙ্কায় কান্না থামছেই না তাঁর।

রোকেয়া বেগম ভৈরব শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহেশপুর গ্রামের আবু কালামের স্ত্রী। তাঁর স্বামী দিনমজুর। এক ছেলে থাকেন প্রবাসে। কাঁদতে কাঁদতে রোকেয়া বলেন, ‘দুই বছর আগে চার লাখ দিছিলাম। লাখে দুই হাজার পাইতাম। পরে দিলাম সাত লাখ। মানুষের কাছ থাইক্কা আইনা দিছি আরও কয়েক লাখ। সব মিলিয়ে ৩০ লাখ হইছিল। কয়েক মাস ধরে লাভ পাই না। কইছিল ঈদের আগে ৪৮ হাজার দিব। চিন্তা কইরা রাখছি এই টেহা দিয়া ঈদ করুম...।’ এই বলে হাউমাউ করে কেঁদে ওঠেন রোকেয়া। তিনি বলেন, ‘কই করুম ঈদ। এহন দেহি হে (শাহ আলম) আমার পুঞ্জি (পুঁজি) লইয়া বাগছে। টেহা না পাইলে কইব্বরে (কবর) যাওয়া ছাড়া উপায় থাকব না। রাস্তার মধ্যে পইরা থাহুম।’

ভুক্তভোগী গ্রাহকেরা জড়ো হয়ে চাঁনপুর মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান শাহ আলমের খোঁজ করেন। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চাঁনপুর বাজারে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে নানা আয়োজনে বর্ষরবণ

উৎসবমুখর পরিবেশে ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করতে দিনব্যাপী নানা আযোজন করেছে ফরিদপুর জেলা প্রশাসন, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

সোমবার সকাল সাড়ে ছয়টায় ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার চত্বরে স্বাধীনতা মঞ্চে সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় নববর্ষের অনুষ্ঠানমালার। সংস্থাটির আয়োজনে মঞ্চে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, ফলাহারসহ ছিল নানা আয়োজন। সকাল ৮টায় ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় অম্বিকা ময়দানে নববর্ষের মিলনমেলায় সমবেত হয়। ফরিদপুরের সকল সাংস্কৃতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তাদের কর্মীদের নিয়ে সেখানে অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শহরের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন আনন্দ শোভাযাত্রায়।

অম্বিকা ময়দানের বর্ষবরণ মঞ্চে জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মাদ কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. আব্দুল জলিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষরবণ উৎসবে আগত সকলকে আপ্যায়িত করা হয়।

সম্পর্কিত নিবন্ধ