দোল পূর্ণিমা তিথিতে প্রতিবছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে তিন দিনব্যাপী সাড়ম্বরে উদযাপিত হয় বাউলসম্রাট ফকির লালন শাহ স্মরণোৎসব। সাধু-গুরু, লালনভক্তদের সরব উপস্থিতি, গান ও গ্রামীণ মেলায় জমজমাট হয়ে ওঠে আখড়াবাড়ি প্রাঙ্গণ। তবে এবার রমজানের কারণে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এক দিনই উদযাপিত হবে লালন স্মরণোৎসব। থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। কেবল আলোচনা অনুষ্ঠান ও বাউলদের আপ্যায়নের মধ্য দিয়েই কাল শুক্রবার শেষ হবে আয়োজন। তবে সাধুসঙ্গ চলবে রীতি অনুসারে।
 
আজ সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন লেখক-চিন্তক ফরহাদ মজহার। উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের মুখ্য আলোচকও তিনি। এ ছাড়া আলোচক হিসেবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.

রশিদুজ্জামান। গতকাল বুধবার ছেঁউরিয়ার আখড়াবাড়িতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক ও লালন একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুর রহমান। এ সময় কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান, কুমারখালীর ইউএনও মিকাইল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এই স্মরণোৎসবের আয়োজন করেছে। 

এদিকে উৎসব উপলক্ষে কয়েক দিন আগে থেকেই আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন লালন ভক্ত বাউল ফকিররা। কান পাতলেই শোনা যাচ্ছে লালনের গান। উৎসবে আসা শহীদুল সাধু বলেন, সারাবছর এই দিনের অপেক্ষায় থাকি। দোল উৎসবে দেশ-বিদেশের বাউল ও সাধুরা আখড়াবাড়িতে আসে। একে অপরের মধ্যে ভাব বিনিময় হয়।

আখড়াবাড়ির ভারপ্রাপ্ত খাদেম মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুকার্য দিয়ে শুরু হবে সাধুসঙ্গ। এর পর রাখাল সেবা, মধ্যরাতে অধিবাস, শুক্রবার ভোররাতে বাল্যসেবা এবং দুপুরে পূর্ণসেবার মধ্যদিয়ে সাধুসঙ্গ শেষ হবে। 

কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাজারসংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য। আগত বাউল সাধক, ভক্ত, অনুরাগী এবং দর্শনার্থীদের সহযোগিতার জন্য গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক দল এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: আখড় ব ড় ত র রহম ন

এছাড়াও পড়ুন:

পারকিনসনস দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন

আজ বিশ্ব পারকিনসনস দিবস। প্রতিবছর ১১ এপ্রিল বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ইউনাইট ফর পারকিনসনস’। এবার দিবসটি উপলক্ষে ভিন্নধর্মী এক আয়োজন করেছিল স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোসায়েন্স সেন্টার। হাসপাতালের মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার পারকিনসনস আক্রান্ত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য জীবনঘনিষ্ঠ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পারকিনসনসকে সাধারণভাবে একধরনের ‘মুভমেন্ট ডিজঅর্ডার’, যা রোগীর স্বাভাবিক চলন শক্তিকে বাধাগ্রস্ত করে। রোগীর পেশি কাঁপতে থাকে, তাঁর স্বাভাবিক গতি ধীরে ধীরে কমে আসতে থাকে। বড় সমস্যা হয়ে দাঁড়ায় পেশির জড়তায়। একপর্যায়ে ছোট ছোট পদক্ষেপে হাঁটেন তিনি। হাঁটাচলার সময় ভারসাম্য রাখতে অসুবিধা হয়।

অনুষ্ঠানের শুরুতে চিকিৎসকদের জন্য ছিল বৈজ্ঞানিক সভা। হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসকেরা ছাড়াও সেখানে বক্তব্য দেন জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক জালাল উদ্দিন মুহাম্মদ রুমী।

পারকিনসনস রোগের চিকিৎসায় ওষুধ এবং বিশেষ ব্যায়াম ছাড়াও বিশেষায়িত শল্যচিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন অধ্যাপক জালাল উদ্দিন। চিকিৎসাপ্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশেও এ ধরনের শল্যচিকিৎসা করা হচ্ছে, এখন পর্যন্ত যদিও তা স্বল্প পরিসরে।

সভায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভার্চ্যুয়ালি যোগ দেন নিউরোলজির অধ্যাপক আলেসান্দ্রো ডি রোকো। তিনি জানান, বিশ্বে সবচেয়ে দ্রুতগতিতে যে স্নায়বিক রোগটি বাড়ছে, তা হলো পারকিনসনস। রোগটি সম্পর্কে তাই সবারই সচেতন হওয়া জরুরি।

পারকিনসনস আক্রান্ত যেসব ব্যক্তি স্কয়ার হাসপাতাল লিমিটেডে চিকিৎসা নিয়েছেন, তাঁদের এবং তাঁদের স্বজনদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই বিশেষ আয়োজনে। ফুল দিয়ে তাঁদের বরণ করে নেওয়া হয়। তাঁদের পক্ষ থেকে কয়েকজন নিজেদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন বৈজ্ঞানিক সভায়।

হাসপাতালটির নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। জিনগত বিষয়ও জড়িত থাকে কারও কারও ক্ষেত্রে। তিনি বলেন, অনেকের জন্যই বাড়তি ঝুঁকি সৃষ্টি করে পরিবেশে ছড়িয়ে থাকা মারাত্মক দূষণকারী পদার্থ। বায়ুতে মিশে থাকা কণা এবং কৃষিপণ্য উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক কীটনাশক হলো এ ধরনের ঝুঁকিপূর্ণ উপাদান। স্বাস্থ্যকর জীবনচর্চা এ রোগের ঝুঁকি কমাতে পারে।

নিউরোলজি বিভাগের কনসালট্যান্ট মুহাম্মদ ওয়াহিদুর রহমান একজন মুভমেন্ট ডিজঅর্ডার বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্র থেকে ফেলোশিপ সম্পন্ন করে এখন দেশের মানুষকে বিশেষায়িত সেবা দেওয়ার ইচ্ছা পোষণ করেন এই চিকিৎসক।

এই চিকিৎসক জানালেন, পারকিনসনসকে সাধারণভাবে মুভমেন্ট ডিজঅর্ডার বলা হলেও এতে দেহের বহুবিধ পরিবর্তন হয়। কিছু সাধারণ উপসর্গ দেখা দেয় রোগীর চলাচল বাধাগ্রস্ত হওয়ারও আগে। চলাচলের সমস্যা দেখা দিলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। স্কয়ার হাসপাতাল লিমিটেডে বিশেষায়িত পারকিনসনস ইউনিট চালু করারও স্বপ্ন দেখেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • বৈশাখে স্মৃতির ঝাঁপি খুলবেন বিজরী-দিনার
  • শহুরে পরিবারের দ্বন্দ্ব নিয়ে ‘ননসেন্স’
  • বৈসাবি উপলক্ষে রাঙামাটিতে ঐতিহ্যবাহী বলী খেলা অনুষ্ঠিত
  • নববর্ষ উপলক্ষে গুলশানে থাকছে দুই দিনব্যাপী অনুষ্ঠান
  • ট্রেন্ডিংয়ের শীর্ষে অপূর্ব-নীহা
  • আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • পারকিনসনস দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন
  • নববর্ষ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের
  • মারমাদের মাহা সাংগ্রাইয়ের ছয় দিনব্যাপী উৎসবের শুরু
  • বড় উৎসবের আগে রঙিন পাহাড়