Samakal:
2025-03-13@03:25:51 GMT

যার কাজ তারে সাজে...

Published: 13th, March 2025 GMT

যার কাজ তারে সাজে...

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক জট খুলেও যেন খুলছে না। মাত্র তিন মাসের ব্যবধানে পরিচালিত দুটো জরিপে জনগণ যেখানে দ্রুত একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন, সেখানে এ বিষয়ে নির্বাচন কমিশন ছাড়া আর কোনো অংশীজন, বিশেষত সরকারের বক্তব্যে ধারাবাহিকতা দেখা যাচ্ছে না।

গত বছর ১৫ থেকে ৩১ অক্টোবর পরিচালিত ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের ‘পালস সার্ভে’র দ্বিতীয় ধাপের জরিপের ফলাফলে দেখা গিয়েছিল, ৭৯ শতাংশ উত্তরদাতা নির্বাচিত সরকার দেশ ভালো পরিচালনা করবে বলে মনে করেন। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ইনোভেশন কনসালটিং বাংলাদেশ পরিচালিত জরিপের ফলও বলছে, ৫৮ দশমিক ১৭ শতাংশ ভোটার ২০২৫ সালের মধ্যে নির্বাচন চান।

সম্ভবত এ জনআকাঙ্ক্ষাকে বিবেচনায় নিয়েই সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না। দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত সিইসি আরও একাধিকবার একই কথা বলেছেন।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূস এতদিন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বললেও বৃহস্পতিবার সাবেক দুই মার্কিন কূটনীতিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয়, তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। অন্যথায় নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।’ (ডিডব্লিউ ডটকম) 

গত বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা একই কথা বলেছিলেন। তবে মাঝখানে, গত ১০ ফেব্রুয়ারি বিএনপির প্রতিনিধি দলকে তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন। এর আগে ৬ জানুয়ারি জাপানের সংবাদমাধ্যম এনএইচকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি একই বক্তব্য দিয়েছিলেন। আবার গত ২৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। (সমকাল) 

সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য তৈরি করতে গিয়ে সরকার যে কৌশল বেছে নিয়েছে, তাতেও নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা জেগেছে অনেকের মনে। এমনকি নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে গঠিত কমিশনের অন্যতম সদস্য ডা. জাহেদুর রহমান জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে ৭ মার্চ বলেছেন, ‘আমরা যদি কনটেক্সটটা দেখি তাহলে তা ঘোলাটে। প্রধান উপদেষ্টা এর আগে বলেছেন, যদি ১০টা বিষয়ে সংস্কারে ঐকমত্য হয়, তাহলে ১০টা করব। যদি একটার ব্যাপারেও ঐকমত্য না হয়, তাহলে কোনো সংস্কার ছাড়াই নির্বাচন দিয়ে দেব। কিন্তু এখন তাঁর ভাষার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। তিনি বলছেন, সংস্কার যত দ্রুত শেষ করা যায়, তার পর নির্বাচন করব। এখন সমাজে ও রাষ্ট্রে আবার এই ধরনের বয়ান তৈরি করা হচ্ছে।’ 

একই সংবাদমাধ্যমে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে কমিশনের যে আলোচনা শুরুর কথা ছিল, সেটা না করে তারা এখন আমাদের প্রশ্নপত্র পাঠাচ্ছে। ফলে আমার মনে হচ্ছে, নির্বাচন নিয়ে সরকার কালক্ষেপণ করতে চায়।’

প্রসঙ্গত, সংস্কার বিষয়ে সরকার ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে। সেই কমিশনের সঙ্গে গত ২৫ ফেব্রুয়ারি ৩৪টি দলের বৈঠকও হয়েছে। কথা ছিল, আরেক দফা বৈঠক করে সংস্কার নিয়ে দলগুলোর মনোভাব জেনে নির্বাচনের দিনক্ষণ ঠিক হবে। কিন্তু সরকার এখন এমসিকিউ পদ্ধতির একগুচ্ছ প্রশ্ন পাঠিয়ে দলগুলোকে বলছে টিক দিতে। উপরন্তু, ঐকমত্য কমিশনের উপপ্রধান অধ্যাপক আলী রীয়াজ ১০ মার্চ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যখন যে দলের মতামত পাওয়া যাবে, সেই সময় থেকেই আলোচনার শুরু হবে’ (বাংলা ট্রিবিউন)। তিনি এও বলেছেন, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ব্যাপারে নাগরিকদের মতামত জানার জন্য শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করা হবে। স্পষ্ট– ঐকমত্য তৈরি প্রক্রিয়াটা বেশ লম্বা ও সময়সাপেক্ষ। 

গত বুধবার রয়টার্স প্রকাশিত এক সাক্ষাৎকারে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার দেশের জনগণের নিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে।’ তাঁর এ বক্তব্যের সঙ্গে সরকারের নির্বাচন ভাবনার যোগসূত্র আছে বলে অনেকেই মনে করেন। যেমন, জাহেদুর রহমান ডিডব্লিউর কাছে বলেছেন, ‘প্রধান উপদেষ্টা এবং নতুন দল এনসিপির আহ্বায়কের কথার মধ্যে একটা যোগসূত্র আছে।’

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সও মনে করেন, ‘প্রফেসর ইউনূস যে ডিসেম্বরের নির্বাচন থেকে শিফট করার চেষ্টা করছেন, সেটা নতুন রাজনৈতিক দলের দিকে চেয়ে। ওই দলটির সঙ্গে তিনি সরাসরি না হলেও পরোক্ষভাবে সম্পৃক্ত। নতুন দলের প্রধানের সঙ্গে তাই তাঁর কথার মিল পাওয়া যায়।’

অন্যদিকে, বিএনপি এ মাসেই নির্বাচনী রোডম্যাপ চেয়েছে (ডিডব্লিউতে প্রকাশিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বক্তব্য)। প্রধান বাম দলগুলোর নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোটও নির্বাচনের সুনির্দিষ্ট সময় দাবি করেছে। এ মুহূর্তে অন্যতম প্রধান দল জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর পক্ষে কথা বললেও, বরারবই বিভিন্ন জাতীয় প্রশ্নে সুবিধাবাদী অবস্থান গ্রহণকারী দলটি ‘দ্রুত’ সংস্কার শেষে নির্বাচনের কথাও বলে।

সরকার যদি রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার সুযোগ নিয়ে ডিসেম্বরের পরও ক্ষমতায় থাকতে চায়, তা দেশের জন্য শুভ হবে বলে মনে হয় না। দেশের অর্থনীতি নিয়ে সরকারের কেউ কেউ গত কিছুদিন যাবৎ একটা গোলাপি চিত্র আঁকতে চাচ্ছিলেন। কিন্তু মঙ্গলবার দায়িত্ব গ্রহণের পরপর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার অর্থনীতিবিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, আমাদের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর; গাজার মতো অবস্থা তৈরি হয়েছে (সমকাল)। 

আইনশৃঙ্খলার অবস্থাও তথৈবচ। ৫ আগস্টের পর থেকে যে মব সন্ত্রাস চলছে, তা প্রতি সপ্তাহেই নতুন মাত্রা ও রূপ নিচ্ছে। বিশেষত নারী এবং সমাজের ভিন্ন চিন্তা ও সংস্কৃতির মানুষ যেভাবে এর শিকার হয়ে চলেছেন, তা নজিরবিহীন।  

বিলম্বিত নির্বাচন যে পরিস্থিতি আরও জটিল করতে পারে, তারও একটা ইঙ্গিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ দিয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশনের প্রশ্নমালার ব্যাপারে তিনি বলেছেন, ‘ওই ধরনের টিক মার্কওয়ালা প্রশ্নের আমাদের দরকার নাই। আমাদের নিজস্ব সংস্কার পরিকল্পনা এবং প্রস্তাব আছে। এটা আমরা অনেক আগেই করেছি। সরকারকেও সেটা দিয়েছি।’ তিনি বলেছেন, ‘সময় নষ্ট না করে দ্রুত নির্বাচন দরকার। তা না হলে দেশে এখন যে পরিস্থিতি চলছে, তা আরও খারাপ হবে। তাই সরকার বা কোনো রাজনৈতিক দল যেন মোটিভেটেড হয়ে কোনো বক্তব্য না দেয়’ (ডিডব্লিউ)।

বাংলায় প্রবাদ আছে– যার কাজ তারে সাজে, অন্য লোকের লাঠি বাজে। এর মর্ম সরকারের কর্তাব্যক্তিদের না বোঝার কথা নয়।

সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল

উৎস: Samakal

কীওয়ার্ড: ড স ম বর র সরক র র দলগ ল র ঐকমত য আম দ র পর চ ল বল ছ ন অবস থ ব এনপ

এছাড়াও পড়ুন:

১৬৬ সুপারিশসহ ৩৪ রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশনের চিঠি

ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। চিঠিতে দলগুলোকে আগামী ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে বলা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে সংস্কার বিষয়ে আলোচনা শুরু হবে। এরপর একটি জাতীয় সনদ তৈরি করা হবে।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। 

তিনি বলেন, যখন যে দলের মতামত পাওয়া যাবে, সে সময় থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। আশা করছি, ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাবে। এ ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকলে তারা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারে। কমিশন এ বিষয়ে সবসময় প্রস্তুত রয়েছে।

সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর কথা জানিয়ে তিনি বলেন, সুপারিশগুলোর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত ৭০টি, নির্বাচনব্যবস্থা সংস্কার সংক্রান্ত ২৭টি, বিচার বিভাগ সংক্রান্ত ২৩টি, জনপ্রশাসন সংক্রান্ত ২৬টি ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত ২০টি সুপারিশ ৩৪টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। তবে পুলিশ সংস্কার কমিশন মনে করে, তাদের সুপারিশগুলো প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

ড. আলী রীয়াজ বলেন, প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কি না। এতে তিনটি বিকল্প রাখা হয়েছে। সেগুলো হলো- ‘একমত’, ‘একমত নই’ এবং ‘আংশিকভাবে একমত’। এ তিনটি বিকল্পের যেকোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায়ের বিষয়ে মতামত চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ক্ষেত্রে ছয়টি বিকল্প আছে। সেগুলো হলো ‘নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে’, ‘নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে’, ‘নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে’, ‘গণপরিষদের মাধ্যমে’, ‘নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে’ এবং ‘গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে’। এসব ঘরের যেকোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত দিতে বলা হয়েছে। এর বাইরে প্রতিটি সুপারিশের পাশে দলগুলোর ‘মন্তব্য’ দেয়ার একটি জায়গাও রাখা হয়েছে।

এ সময় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ব্যাপারে নাগরিকদের মতামত জানার ব্যবস্থা করা হবে বলেও জানান ড. আলী রীয়াজ।

সম্পর্কিত নিবন্ধ

  • ডিসেম্বরে নির্বাচন নিয়ে এখনো সংশয়ে বিএনপি
  • গণ-অভ্যুত্থানের পর ঢাকা-বেইজিং সম্পর্ককে ইতিবাচক দেখছেন ৭৬ শতাংশ উত্তরদাতা
  • অভ্যুত্থানের পর ঢাকার সঙ্গে বৈদেশিক সম্পর্কে ভারতের চেয়ে এগিয়ে চীন
  • নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য গঠনে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ: আলী রীয়াজ
  • জাতীয় ঐকমত্য সমঝোতা স্মারকে যা থাকতে পারে 
  • ‘সংস্কার’ নির্বাচনের আগে নাকি পরে, ১৩ মার্চের মধ্যে মতামত চায় কমিশন
  • স্বল্প সময়ের মধ্যে ‘জাতীয় সনদ’ তৈরি করতে চায় ঐকমত্য কমিশন
  • ১৬৬ সুপারিশসহ ৩৪ রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশনের চিঠি