বেইজিংয়ে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসছে চীন, রাশিয়া ও ইরান
Published: 13th, March 2025 GMT
পারমাণবিক সমস্যা নিয়ে ইরান ও রাশিয়ার সঙ্গে বৈঠকে বছরে চীন। আজ শুক্রবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। জানুয়ারিতে দুই দেশের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশের সঙ্গে চীনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু ওই বৈঠকে সভাপতিত্ব করবেন।
একই দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক হবে। ওই বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুত সম্প্রসারণের বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
ইরানের সঙ্গে মার্কিন প্রশাসনের আলাপ-আলোচনায় যোগসূত্র হিসেবে কাজ করতে রাজি হয়েছে রাশিয়া— এমন খবর প্রকাশের পর গত সপ্তাহে দেশটি বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টার বিষয়ে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে আলোচনা করেছেন।
২০১৫ সালে ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি যৌথ কর্মপরিকল্পনা চুক্তিতে পৌঁছেছিল। এর ফলে তেহরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালে ওয়াশিংটন এই পরিকল্পনা থেকে বেরিয়ে আসে এবং ইরান তার পারমাণবিক-সম্পর্কিত প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে।
চীন বলেছে, তারা ইরানের বৈধ অধিকার রক্ষা এবং ইরানের পারমাণবিক চুক্তি দ্রুত পুনরায় চালু করার বিষয়টিকে সমর্থন করে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পরর ষ ট র
এছাড়াও পড়ুন:
সংঘর্ষ থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মন্দরি ইউনিয়নের রত্না নদীর তীরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে আন্নর আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আন্নর আলী উপজেলার সোনামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সোনামপুর গ্রামের আরজত আলী ও রশিদ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এরই জেরে বুধবার বিকেলে তাদের লোকজন রত্না নদীর তীরে সংঘর্ষে জড়ায়। তারা একে অন্যকে লক্ষ্য করে টেঁটা ও ফিকল (দেশীয় অস্ত্র) নিক্ষেপ করতে থাকে। এসময় আন্নর আলীসহ তিনজন টেঁটাবিদ্ধ হলে তাদের হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় আন্নর আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। টেঁটাবিদ্ধ অন্য দুইজন হলেন- একই গ্রামের উমর আলীর ছেলে মানিক মিয়া ও রশিদ মিয়া। তারা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
মাদারীপুরের রাজৈরে ১৪৪ ধারা জারি
মন্দরি ইউনিয়নের ইউপি সদস্য হাবিব মিয়া বলেন, “নিহত আন্নর আলী কোনো পক্ষের লোক ছিলেন না। তিনি তৃতীয়পক্ষ হিসেবে সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন।”
বানিয়াচং থানার ওসি মো. কবির হোসেন বলেন, “জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়।সোনামপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ঢাকা/মামুন/মাসুদ