গত ৬ মার্চ থেকে নতুন করে ওমরা ভিসা ইস্যু স্থগিত রেখেছে বাংলাদেশে নিযুক্ত সৌদি অ্যাম্বেসি। তবে কী কারণে এমন সিদ্ধান্ত; তা জানে না কোনো হজ এজেন্সি।
এতে বিপাকে পড়েছেন অধীর আগ্রহে বসে থাকা কাবার পথযাত্রীরা। আর বুকিং দেওয়া বিমানের টিকিটে ক্ষতিগ্রস্ত হওয়ার পথে এজেন্সিগুলো। কারণ, হজের ব্যয় বেড়ে যাওয়ায় কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে বেড়েছে ওমরাযাত্রীর সংখ্যা। প্রতি মাসে দেশ থেকে কাবা শরিফ তাওয়াফে যান ২৫-৩০ হাজার ধর্মপ্রাণ মুসুল্লি। রমজান মাসে তা বেড়ে হয় তিন গুণ। কিন্তু হঠাৎ করেই চলতি ৬ মার্চ থেকে নতুন করে ওমরা ভিসা ইস্যু স্থগিত রেখেছে বাংলাদেশে নিযুক্ত সৌদি অফিস।
ট্যুর হাব বিডির সিইও সুলতান মাহমুদ বলেন, ‘এখন ওমরা হজের ভিসা ইস্যু হচ্ছে না। আমাদের এখানে প্রচুর ভিসার আবেদন করা হয়েছে। এগুলো অনুমতি পাবে নাকি পাবে না, এ নিয়ে কী হচ্ছে কেউ কিছু জানে না।’
অনাকাঙ্ক্ষিত এই সংকটে কিছুটা স্বস্তির আভাস দিয়েছে এয়ারলাইন্সগুলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক মো.
এদিকে কী কারণে বা কবে স্বাভাবিক হবে ওমরা ভিসা কার্যক্রম, তা জানাতে পারেনি ধর্ম মন্ত্রণালয়ও। তবে হজ এজেন্সিজ অব বাংলাদেশের (হাব) ইফতার মাহফিলে বুধবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক বলেন, বিষয়টি নিয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
তিনি বলেন, সমন্বয়কারী এজেন্সিগুলো ওমরা হজ নিয়ে ভিসার ইস্যু বন্ধের যে কথা জানিয়েছেন, সেটা সৌদি দূতাবাসে লিখিতভাবে জানানো হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ওমর হ
এছাড়াও পড়ুন:
বিয়ের ৮ বছর পর সাগরিকা-জহিরের ঘরে এলো নতুন অতিথি
বিয়ের ৮ বছর সন্তানের মা-বাবা হলেন ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগ ও ক্রিকেটার জহির খান। বুধবার (১৬ এপ্রিল) সুখবরটি সামাজিক মাধ্যমে যৌথভাবে শেয়ার করেছেন তারা।
আজ দুপুরে ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন এই দম্পতি। যেখানে দেখা যায়, জহিরের কোলে সদ্যোজাত পুত্রসন্তান। দু’জনকে জড়িয়ে ধরে আছেন সাগরিকা।
পোস্টের ক্যাপশনে লেখা, ‘ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পরম শক্তিমানের আশীর্বাদে কোল আলো করে এসেছে আমাদের সন্তান ফাতেহসিন খান।’
View this post on InstagramA post shared by Sagarika Z Ghatge (@sagarikaghatge)
এই দম্পতির মা-বাবা হওয়ার খবরে অভিনন্দনে ভাসিয়েছেন ভক্তরা। এছাড়া তারকারাও বিভিন্ন শুভেচ্ছাবার্তা দিয়েছেন। যেখানে রয়েছেন হুমা কুরেশি, আথিয়া শেঠি, ডায়না পেন্টি থেকে শুরু করে সুরেশ রায়না ও আকাশ চোপড়ার মতো ক্রিকেটাররাও।
ভারতীয় হকি খেলোয়াড়ের চরিত্রে চাক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছেন সাগরিকা। তার চরিত্রের নাম ছিল প্রীতি। অন্যদিকে জহির খান ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার।
দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের নভেম্বরে বিয়ে করেন এই জহির-সাগরিকা। বিয়ের ৮ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।