ভ্রমণপিয়াসুদের অন্যতম পছন্দের গন্তব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। দেশটির সৌন্দর্য উপভোগে প্রতিবছর অসংখ্য মানুষ সেখানে ভ্রমণে যান। তবে ভিসা পেতে অপেক্ষা করতে হয় লম্বা সময়। সেই ভোগান্তির কথা চিন্তা করে এবার বাংলাদেশিদের জন্য সুখবর দিল থাই কর্তৃপক্ষ।

দেশটির ঢাকাস্থ দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনে আগের চেয়ে বেশি পেমেন্ট নিচ্ছে তারা। এর আগে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সুবিধাও চালু করে দেশটি।

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণে আগের চেয়ে বেশি পেমেন্ট নেওয়া হচ্ছে। আবেদনকারীরা নির্ধারিত কর্মদিবসে ভিসা আবেদনের পেমেন্ট করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিক চাহিদার কারণে ভ্রমণের তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। আবেদনকারীদের আবেদনপত্র জমা দেওয়ার আগে তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং ব্যক্তিগত তথ্য যেমন- নামের বানান, লিঙ্গ ও জন্ম তারিখ যাচাই করার পরামর্শ দিচ্ছে দূতাবাস। যেসব আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম অথবা আবেদনপত্রে থাকা তথ্য পাসপোর্টের তথ্য থেকে আলাদা, তাদের পাসপোর্ট বাতিল করা হবে।

সম্প্রতি বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড। যার ফলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি অনলাইনে জমা দিতে হবে। আবেদন সাবমিট করার পর ১০ দিনের মধ্যেই ই-মেইলে ভিসা চলে আসবে।

থাইল্যান্ড ভিসা নেওয়ার জন্য যেতে হবে এই লিংকে https://www.

thaievisa.go.th/

উৎস: Samakal

কীওয়ার্ড: প ম ন ট গ টওয় র জন য

এছাড়াও পড়ুন:

রামু সেনানিবাসে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীর রামু সেনানিবাসের সিএমএইচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিএমএইচের জিমনেশিয়াম/ডিভিশন সুইমিংপুলের জন্য একজন বেসামরিক হিসেবে মহিলা ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: বেসামরিক মহিলা ফিজিওথেরাপিস্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি থেকে ফিজিওথেরাপি পাস হতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর

কাজের সময়: প্রতিদিন ১০ ঘণ্টা (সরকারি ছুটির দিন ছাড়া)।

বেতন: আলোচনা সাপেক্ষে

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের নিজ নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, মুঠোফোন নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন/ভোটার আইডি কার্ড, জাতীয়তা সনদপত্র, সব শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

আরও পড়ুননৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, ১৩ থেকে ২০তম গ্রেডে পদ ২৫২১১ মার্চ ২০২৫আবেদনপত্র পাঠানোর ঠিকানা

অধিনায়ক, ১০১ ফিল্ড অ্যাম্বুলেন্স (মোবাইল: ০১৭৬৯-১০২২২২), ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্প, চকরিয়া, কক্সবাজার।

আবেদনের শেষ সময়: ১৩ এপ্রিল ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ

  • ভিসা আবেদনে আগের চেয়ে বেশি সংখ্যক পেমেন্ট নিচ্ছে থাই দূতাবাস
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেবে শিক্ষক, পদ ২৯
  • ফেসবুকে ছড়ানো নতুন উপদেষ্টা নিয়োগের খবর ভুয়া: প্রেস সচিব
  • রামু সেনানিবাসে চাকরির সুযোগ
  • বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, পদ ৪৫
  • ইউনিসেফের ইয়ং লিডারস প্রোগ্রাম, বয়স ৩০-এর নিচে হলে করুন আবেদন