জেগলার বরফের মতো সাদা নন, ‘স্লো হোয়াইট’ নিয়ে বিতর্ক
Published: 12th, March 2025 GMT
গ্রিম ভাইদের রূপকথা ‘স্লো হোয়াইট’-এর প্রধান চরিত্র সম্পর্কে লেখা ছিল, ‘বরফের মতো সাদা।’ পর্দায় চরিত্রটি দেখতেও তাই তেমনই হবে, এমনটাই আশা করেন ভক্তরা। তাই বছর চারেক আগে ‘স্লো হোয়াইট’ সিনেমায় প্রধান চরিত্রে যখন রেচেল জেগলারের নাম ঘোষণা করা হয়, প্রবল বিতর্ক হয়েছিল। সিনেমা মুক্তির আগে আরও ছড়িয়েছে সে বিতর্ক। সেটা এতটাই যে সিনেমাটির প্রিমিয়ার সীমিত করতে বাধ্য হয়েছে ডিজনি।
১৯০২ সালে ‘স্লো হোয়াইট’ থেকে প্রথম যে সিনেমা হয়, সেটি ছিল নির্বাক। এরপর নির্বাক, সবাক, অ্যানিমেশন—নানাভাবে পর্দায় এসেছে ‘স্লো হোয়াইট’। নতুন করে বড় পর্দায় আবার রূপকথাটি নিয়ে আসছে ডিজনি। ২১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মার্ক ওয়েবের ‘স্লো হোয়াইট’। এর আগে ১৫ মার্চ হলিউডের এল ক্যাপিটান থিয়েটারে হওয়ার কথা প্রিমিয়ার। ডিজনি সাধারণত অনেক বড় আয়োজনে সিনেমার প্রিমিয়ার করে। তবে ভ্যারাইটি জানিয়েছে, বিতর্কের জেরে এবারের প্রিমিয়ার হবে নামকাওয়াস্তে, সাংবাদিক, আলোকচিত্রী ও অতিথিদের সংখ্যা থাকবে সীমিত। যদিও এ বিষয়ে ডিজনির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
কলম্বীয় বংশোদ্ভূত রেচেল জেগলার উজ্জ্বল শ্যামবর্ণ, তিনি ‘স্লো হোয়াইট’-এর প্রধান অভিনেত্রী হওয়ার উপযুক্ত নন—এ–ই হলো বিতর্কের মূল সুর।
আরও পড়ুন‘সেক্স এডুকেশন’ অভিনেত্রীর মুখোমুখি কারিনা, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বললেন...৮ ঘণ্টা আগে
তাঁকে নিয়ে যে এত সমালোচনা হচ্ছে, সে বিষয়ে ওয়াকিবহাল জেগলার। দুই বছর আগে ভ্যারাইটিকে বলেছিলেন, ‘রূপকথার রাজকুমারী আমাকে বাঁচাতে আসবে না, আমাকেই নিজের পারফরম্যান্স দিয়ে এটা (বিতর্ক) কাটিয়ে উঠতে হবে।’
তবে জেগলারকে নিয়ে বিতর্ক তীব্র হওয়ার পেছনে অনেকে রাজনীতি দেখছেন। অভিনেত্রী অনেক দিন ধরেই ফিলিস্তিনিদের পক্ষে সরব।
‘স্লো হোয়াইট’–এর দৃশ্য। আইএমডিবিউৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য় ইট
এছাড়াও পড়ুন:
ছুরি কাঁচির নিয়ে শুয়েও কেন নিজের প্রিয় গান গেয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ
নন্দিত পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ। তাঁর কিছু গান এখনও শ্রোতাদের মুখে ফিরে। গানই তাঁর জীবন । গানই প্রাণ। অপারেশন টেবিলের ছুরি কাঁচির নিচে শুয়েও তাঁর প্রিয় গান ‘আগে যদি জানতাম/ তবে মন ফিরে চাইতাম/ এই জ্বালা আর প্রাণে সহে না ও মন রে/ কিসের তরে রয়ে গেলি তুই’– গানটি করেছিলেন এই কন্ঠশিল্পী।
এ প্রসঙ্গে কন্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ আজ দুপুরে সমকালকে বলেন, বলেন, সম্প্রতি আমার পায়ে ছোট একটা অপারেশন হয়েছিল। ওই অপারেশ টেবিলেই আমি গুন গুন করে আমার প্রিয় গান ‘আগে যতিদ জানতাম’ গাইছিলাম। তখন ডাক্তার সাহেবরা বললেন,‘ যদি গাইছেনই আরও একটু জোরে গান। আমাদেরও শোনান’। তখন তাদের অনুরোধেই একটি গান করেছিলাম। এ কারণে তাদের অপারেশনটা করতে তাদের সুবিধা হয়েছিল।’
ওই অপারেশন টেবিলে ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ও রিসার্চ ইনষ্টিটিউটের সার্জারি বিভাগের প্রধান সাকলয়েন রাসেল। তার ভাষ্যে, প্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ এর অপারেশন [গুরুতর নয়] করছিলাম। তাকিয়ে দেখি তাঁর হার্ট রেট বেশী। তাকে বললাম আপনার প্রিয় একটি গান শোনান। প্রান দিয়েই ‘আগে যদি জানতাম’ গাইলেন গানটি। মুগ্ধতা ছড়িয়ে পড়লো পুরো অপারেশন থিয়েটারে। মজার ব্যাপার হলো ওই গানটি গাওয়ার সঙ্গে সঙ্গে তার হার্টরেট স্বাভাবিক হয়ে এলো।’