বগুড়ায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
Published: 12th, March 2025 GMT
বগুড়ায় পাঁচ লাখ ছয় হাজার ৩৬৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি শেষ করেছে সিভিল সার্জন অফিস। আগামী ১৫ মার্চ সারাদেশের ন্যায় বগুড়াতেও ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
বুধবার (১২ মার্চ) দুপুরে বগুড়ার সিভিল সার্জন অফিস হলরুমে সাংবাদিকদের অবহিতকরণ অনুষ্ঠানে বগুড়ার ক্যাম্পেইনের সার্বিক চিত্র তুলে ধরা হয়।
বগুড়ায় ০৬-১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭০ জনকে এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৫ হাজার ৩৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ নির্ধারণ করা হয়েছে। বগুড়া জেলাব্যাপী ২ হাজার ৮৬৭টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ খাওয়া হবে। উল্লেখিত কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ৫ হাজার ৭৩৪ জন।
সাধারণ মানুষ যেন তাদের শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর জন্য ক্যাম্পে নিয়ে আসেন সেজন্য এলাকা ভিত্তিক মাইকিং, গণমাধ্যমকর্মীদের সহায়তা, সামাজিক মাধ্যমে প্রচার এবং মসজিদের ইমামদের মাধ্যমে বিষয়টি প্রচারের উদ্যোগ নিয়েছে সিভিল সার্জন অফিস।
সাংবাদিকদের অবহিতকরণ অনুষ্ঠানে সিভিল সার্জন ডা এ, কে, এম মোফাখখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
ঢাকা/এনাম/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ভ ল স র জন
এছাড়াও পড়ুন:
না’গঞ্জে ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক শহিদুল ইসলাম,জেলা পুলিশ সুপার প্রতিনিধি শাহরিয়ার হাসান ডিআইও-১।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি জেলা কমান্ডন্ট কানিজ ফারজানা শান্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ভিকারুন নেছা।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.আইভী ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. উম্মে ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সোনারগাঁও ,ডা. শারমিন আহমেদ তিথী ও জেনারেল (ভিক্টোরিয়া )হাসপাতালেরসিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. সালাহউদ্দন আহমেদ
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.আফরোজা আক্তার পলি'র সঞ্চালনায় সভায় বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।
অবহিতকরণ সভায় জানানো হয় আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন -২০২৫ অনুষ্ঠিত হইবে।