আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের ওপেনার শুভমান গিল। তিনি অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপসকে পেছনে ফেলে এ স্বীকৃতি অর্জন করেছেন।

ফেব্রুয়ারি মাসে গিল ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন। পাঁচটি ওয়ানডে খেলে তিনি ৪০৬ রান করেছেন, স্ট্রাইক রেট ৯৪.১৯ এবং ব্যাটিং গড় ১০১.

৫০। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তার ধারাবাহিক পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সেই সিরিজে নাগপুরে ৮৭, কটকে ৬০ এবং আহমেদাবাদে ১১২ রান করেছিলেন। শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে তিনি ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন।

এরপর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও গিলের ব্যাটিং দাপট অব্যাহত ছিল। দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে অপরাজিত ১০১ রান করে দলকে জেতান তিনি। পাকিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচেও ৪৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আরো পড়ুন:

৭৫ শতাংশ কমানো হলো পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

এটি গিলের ক্যারিয়ারের তৃতীয় আইসিসি মাসসেরা ক্রিকেটারের পুরস্কার। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে তিনি এই সম্মাননা অর্জন করেছিলেন।  

অন্যদিকে, নারীদের ক্যাটাগরিতে ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার অ্যালানা কিং। তিনি নারী অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পেয়েছেন। তার সঙ্গে মনোনীত ছিলেন অস্ট্রেলিয়ারই অ্যানাবেল সাদারল্যান্ড এবং থাইল্যান্ডের থিপাচা পুথাওং।  

টানা তৃতীয় অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার হিসেবে মাসসেরার পুরস্কার জিতলেন কিং। তার আগে জানুয়ারিতে বেথ মুনি ও ডিসেম্বরে অ্যানাবেল সাদারল্যান্ড এই স্বীকৃতি পেয়েছিলেন।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন কর ছ

এছাড়াও পড়ুন:

‘ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রুনোর মতো ফুটবলার দরকার’

দিন চারেক আগেই চ্যাম্পিয়নস লিগে ডাচ ক্লাব পিএসভিকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্সেনাল। ফর্মের তুঙ্গে থাকায় সমর্থকরা আশা করছিল রবিবার (৯ মার্চ, ২০২৫) ম্যানচেস্টার ইউনাইটেডকেও হেসেখেলেই হারাবে গানারসরা। তবে হারানো তো পরের কথা, উল্টো একটুর জন্য ম্যাচ হেরে যাওয়ার হাত থেকে রক্ষা পেল মিকেল আর্তেতার দল।

অন্যদিকে ঘরের মাঠে এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাণকর্তা হিসেবে আরও একবার আবির্ভূত হলেন মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেজ। প্রথমে গোল করে এগিয়ে দেওয়ার পর সমতায় ফেরে আর্সেনাল। ম্যাচের অন্তিম মুহূর্তে দলকে প্রায় জিতিয়েই ফেলেছিলেন ফের্নান্দেজ। তবে তার শটটি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গানারস গোলরক্ষক ডেভিড রায়া। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচএই পর্তুগিজ তারকার শটটি ড্র হয় ১-১ গোলে। ম্যাচ শেষে ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম বলেছেন, ‘আরও ব্রুনো’ প্রয়োজন।

ঘরের মাঠ অল্ড ট্রাফোর্ডে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে গোল পায় ইউনাইটেড। ম্যাচের ৭৪ মিনিটে সেই গোলটা শোধ করেন আর্সেনাল মিডফিল্ডার দেকলান রাইস। রায়াতে বাধা না পেলে ইউনাইটেড প্রায় জিতেই গিয়েছিল ম্যাচটি।

আরো পড়ুন:

‘শেষ চারে টিকে থাকার যোগ্যতা, আকাশ থেকে পড়বে না’

ম্যানসিটিতে ‘নতুন মেসি’ নিয়ে আসলেন গার্দিওলা 

ফের্নান্দেজের পারফরম্যান্সেই এই মৌসুমে ইউনাইটেড ১৪তম স্থানে থাকতে পেরেছে। অন্যথায় তারা তলানিতে থাকত। চলমান মৌসুমে ইতিমধ্যেই ১২ গোলের পাশাপাশি ১৩ অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার। প্রিমিয়ার লিগে সমান ৭ গোল ও অ্যাসিস্ট।

আমোরিম বলেছেন, ফের্নান্দেজ দলের জন্য সব পজিশনে খেলতে রাজি, “আমি মনে করি (ফের্নান্দেজ) সব সময় এগিয়ে আসে। কখনও-কখনও সে হতাশা প্রকাশ করে ফেলে। আসলে খারাপ মুহুর্তগুলো অন্যদের চেয়ে তাকে বেশি ব্যথিত করে। সে জিততে চায়, বিভিন্ন পজিশনে খেলতে সব সময় প্রস্তুত থাকে। যখন দলকে একটি গোল বা সহায়তার প্রয়োজন হয়, সে সব সময় সেখানে থাকে এবং একটি ভালো উদাহরণ সেট করে।”

ফের্নান্দেজের গুণাবলী এই ৩৯ বছর বয়সী পর্তুগিজ ম্যানেজার স্কোয়াডের বর্তমান এবং সম্ভবত গ্রীষ্মে দলে টানার লক্ষ্যে থাকা ফুটবলারদের উদ্দেশ্য করে বলেছেন, “যে কোনও কোচই যখন খেলোয়াড় আনতে চান, সেরা প্রত্যাশা করেন। আমি যা বলতে পারি তা হলো, আমাদের আরও ব্রুনোর প্রয়োজন, কেবল তার মতো চরিত্র নয়। তার মতো ম্যাচ উপলব্ধি করার ক্ষমতা এবং বল নিয়ে দক্ষতা দেখানোর ক্ষমতাও থাকতে হবে।”

এই ম্যাচ ড্র করার ফ লে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে এক প্রকার বের হয়ে গেল আর্সেনাল। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে, ২৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৫। লিভারপুলের সঙ্গে ব্যবধান তাদের এখন ১৫ পয়েন্টের।

অন্যদিকে স্মরণকালের সবচেয়ে বাজে পারফরম্যান্স করা ম্যানইউ যেন কোনোমতে অবনমন এলাকা থেকে দূরে থাকতে পারলে বাঁচে। ২৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দলটি এখন অবস্থান করছে ১৪তম স্থানে।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • পঁয়ত্রিশের পর ধার বেড়েছে যাদের
  • বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়ে অসন্তোষ
  • ডুয়েল সার্টিফায়েড ট্রেন্ডসেটার ডিভাইস
  • অ্যানফিল্ডে জাদু দেখানোর অপেক্ষায় পিএসজি
  • পিএসজির আজ লিভারপুল পরীক্ষা
  • অ্যানফিল্ড কঠিন জায়গা জেনেও দারুণ কিছুর আশায় পিএসজি
  • ‘ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রুনোর মতো ফুটবলার দরকার’
  • রোহিতের মুকুটে আরেকটি পালক