নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দোয়া ও ইফতার
Published: 12th, March 2025 GMT
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব সংলগ্নে চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ শিল্পের শহর। শিল্পের উন্নয়ন হয়েছে, আমি অনুরোধ করবো পরিবেশ উন্নয়নে যেনো আমরা কাজ করি। সকলের পরিকল্পনা অনুযায়ী যেনো মডেল নারায়ণগঞ্জ গড়তে পারি সেই কামনা করছি।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বলেন, মাত্র ২১ দিন হয়েছে দায়িত্ব পেয়েছি। এই ২১ দিনের শ্রমের মাধ্যমেই সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। বর্তমানে যুগে টিকে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে।
বিদুৎ, গ্যাস বিল বাড়িয়ে দিয়েছে। আমরা চাই সরকার আমাদের ব্যবসায়ীদের দিকে নজর দেয়। যানজট মুক্ত নারায়ণগঞ্জ গড়তে সকলের ঐক্যবদ্ধ চেষ্ঠা প্রয়োজন।
মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার আপনারা নারায়ণগঞ্জবাসীর কল্যানে এগিয়ে যান। নারায়ণগঞ্জের মানুষ আপনাদের পাশে আছে। জেলা প্রশাসককে বলতে চাই, দ্বিতীয় শ্রেনীর জেলা হিসাবে ট্রিট হচ্ছে। এটা আমরা মানতে পারছি না, আপনার মাধ্যমে চাই জেলাকে প্রথম শ্রেণীর জেলা হোক। এটা আপনি থাকতেই হোক।
নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোঃ মাসুদুজ্জামান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র ইসল ম
এছাড়াও পড়ুন:
নাগরিক কমিটির নেতা দিলশাদকে বহিষ্কার
জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা শাখার সদস্য দিলশাদ আফরিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শের পরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দল। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের অনুরোধক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ৮ এপ্রিল তাঁকে বহিষ্কার করে।
আল আমিন বলেন, দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যাণ সেলের দায়িত্বে ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিল না।