সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে পরিবহন শ্রমিকের মৃত্যু
Published: 12th, March 2025 GMT
সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হবি (৩২) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কাচঁপুর সেনপাড়া এলাকায় বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় বুধবার সকালে মৃত্যু বরণ করেন।
নিহত হাবিবুর রহমান উপজেলার কাচঁপুর খাসপাড়া এলাকার মান্নান মিয়ার ছেলে এবং পার্শবর্তী সেনপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ভাড়াটিয়া।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধায় নতুন ভাড়া বাসায় সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় হাবিবুর রহমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়।
তার ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করে। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, বিদ্যুৎ স্পর্শে শ্রমিক মারা যাওয়া বিষয়টি অবগত রয়েছেন। এ ঘটনায় কেউ অভিযোগ দেননি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নতুন কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
ছয় দফা দাবিতে আন্দোলনে থাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে সকাল সাড়ে ১১টা থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন তারা।
নতুন কর্মসূচিতে কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়ায় প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে।
শুক্রবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানান পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এতে জানানো হয়, কারিগরি সেক্টরের বৈষম্য ধ্বংস ও ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনদুর্ভোগ সৃষ্টি না করে মহাসড়কের দুই পাশে বা গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ কর্মসূচি পালন করবেন।