আনন্দের বারতা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। আর সেই খুশিতে যদি বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় নতুন নান্দনিক পোশাক না থাকে তাহলে ঈদের আনন্দই যেন মাটি হয়ে যায়। ঈদের আনন্দে রঙ ছড়াতে রীতিমতো প্রতিযোগিতায় মেতে ওঠে সৌন্দর্য পিপাসু ফ্যাশন সচেতন মানুষেরা।
আর সেই রঙে ভিন্নতা এনে ফ্যাশন প্রিয়দের মন রাঙাতে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ব্র্যান্ড ‘ইজি’ ফ্যাশন হাউসের আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে বরবারই একধাপ এগিয়ে ইজি।
সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই তাদের ঈদ আয়োজন। এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি শোরুম গুলোতে। এবারের বিশেষ আয়োজন থাকছে নতুন নতুন ডিজাইন সব শার্ট। অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি প্যান্ট ইত্যাদি।
ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, ‘শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেয়া আমাদের মূল লক্ষ্য। ঢাকা ছাড়াও আমাদের বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।’
পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে। এ ছাড়া অনলাইনে দেখতে ভিজিট করুন:
https://www.
ঢাকা/হাসান/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড জ ইন আনন দ
এছাড়াও পড়ুন:
গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা
গাজীপুরে ইন্টারনেট ব্যবসার বিরোধের জেরে মো. রাকিব মোল্লা (২৯) নামে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ১০টায় গাজীপুর মহানগরের সদর থানার দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।
রাকিব মোল্লার বাসা দাক্ষিণখানে। তারা বাবার নাম ইব্রাহিম মোল্লা। তিনি গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ওই এলাকায় মো. ইন্তাজ ও মো. সেলিম মিয়া নামে দুজন অংশিদারভিত্তিতে ক্যাবল টিভি ও ইন্টারনেট সংযোগের ব্যবসা করছিলেন। সম্প্রতি মো. রাকিব মোল্লা সেই ব্যবসা তার দখলে নেন। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা চলছিল। শুক্রবার রাত ৯টার দিকে মো. রাকিব মোল্লা দাখিণখান এলাকায় অবস্থান করছেন এমন খবরে ইন্তাজ ও সেলিমমিয়াসহ অন্তত সাত জন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে আসেন। প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা রাকিবের ওপর হামলা চালায়। দায়ের কোপে রাকিব গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/রেজাউল/ইভা