রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের ৪১ সদস্যের কমিটি ঘোষণা
Published: 12th, March 2025 GMT
রূপগঞ্জে জাতীয়তাবাদী তাঁতীদলের উপজেলা শাখার কমিটি গতকাল বুধবার বিকেলে ঘোষণা করা হয়েছে। মো. মোরশেদ আলমকে আহ্বায়ক ও মৃদুল হাসানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সোলমান আহম্মেদ রুবেল স্বাক্ষরিত কমিটি বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলা কমিটির হাতে তুলে দেন।
এ কমিটি ঘোষণায় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁতীদলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মৃদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছি। দলকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সেই সাথে দলের ক্লান্তিকালে কাজ করেছি। দলকে সুসংগঠিত রাখতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে কাজ করে যাচ্ছি। তারই ফল স্বরুপ নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের কমিটির ঘোষণা করেছে।
কমিটির অন্যরা হলেন- যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন, দ্বীন ইসলাম, সফু সওদাগর, আব্দুল কাদের, রাসেল মাহমুদ, মোশারফ হোসেন মুন্না, শাহজাহান, নুরুল আমিন পাশা, আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, আব্দুল কুদ্দুস, বাদল মিয়া, আক্তার হোসেন, সদস্য এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ উপজ ল জ র রহম ন কম ট র ত দল র সদস য
এছাড়াও পড়ুন:
নাগরিক কমিটির নেতা দিলশাদকে বহিষ্কার
জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা শাখার সদস্য দিলশাদ আফরিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শের পরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দল। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের অনুরোধক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ৮ এপ্রিল তাঁকে বহিষ্কার করে।
আল আমিন বলেন, দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যাণ সেলের দায়িত্বে ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিল না।